কৃষিসারাবাংলা

পঞ্চগড়ে লটারির মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু

জনপদ ডেস্ক: পঞ্চগড়ে লটারির মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় খাদ্য গুদামে ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকা অনুযায়ী এ্যাপস এ লটারির মাধ্যমে বাছাই করা কৃষকদের কাছে এখন থেকে এক হাজার ৪০ টাকা দরে প্রতিমণ ধান কেনা হবে।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পঞ্চগড় সদর উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানি, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী, সদর খাদ্য গুদামের ওসি এলএসডি খলিলুর রহমানসহ কৃষকরা।

জেলা খাদ্য বিভাগ জানায়, চলতি আমন ক্রয় মৌসুমে জেলায় ১৮ হাজার কৃষকের কাছে ১২ হাজার ১৪৪ টন ধান কেনা হবে। এর মধ্যে সদর উপজেলায় তিন হাজার ৬৩ জন কৃষকের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে তিন হাজার ৬৩ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনের পর পৌর এলাকার কৃষক সানাউল্লাহ ও আব্দুল মালেকের কাছ থেকে দুই মেট্রিক টন ধান কেনা হয়। এ সময় ধান ক্রয়ের মূল্য বাবদ ব্যাংকের কাগজ কৃষকদের হাতে তুলে দেন অতিথিরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে কৃষকদের মনোনীত করা হয়েছে। এ প্রক্রিয়ায় অনিয়মের কোনো সুযোগ নেই। তবুও কিছু কৃষক সরকারি দামে আমন ধান বিক্রির সুযোগ পাবেন না। তবে সরকারি দামের কারণে স্থানীয় ধানের বাজারে এর প্রভাব পড়বে। এ কারণে আশাকরি চলতি মৌসুমে কৃষকরা ধানের উপযুক্ত দাম পাবেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button