টপ স্টোরিজধর্ম

প্রধানমন্ত্রী ইসলামের জন্য সাহসী পদক্ষেপ নিয়েছেন: গণপূর্ত মন্ত্রী

জনপদ ডেস্ক: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের জন্য সাহসী পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর দৃঢ় সিদ্ধান্তে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার রাষ্ট্রীয় খরচে আলেম ওলামাদের  হজে পাঠানোর ব্যবস্থা করা হয়। তিনি এ ধারা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন।

শুক্রবার  জুম্মাবাদ ছারছীনা দরবার শরীফের ১২৯তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে তার আগের মন্ত্রীসভার দুইজন সদস্য বামপন্থী নেতা হিসেবে যাদের পরিচিতি রয়েছে তারাও হজ করে এসেছেন। প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন।

মন্ত্রী বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু ওআইসি সম্মেলনে যোগদানের মাধ্যমে মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে তোলেন। বঙ্গবন্ধুর পথ ধরেই তার কন্যা ইসলামের খেদমত করে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান প্রমুখ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button