খেলাধুলা

ভলিবলের উভয় বিভাগেই এক গ্রুপে বাংলাদেশ-ভারত

ক্রীড়া ডেস্ক: দেখতে দেখতে দরজার সামনে চলে এসেছে সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসর। ১ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় শুরু হবে গেমস। আনুষ্ঠানিককতা ১ ডিসেম্বর হলেও ক্রীড়াবিদদের লড়াইটা শুরু হবে তারও চারদিন আগে।

মঙ্গলবার ভলিবল দিয়ে শুরু হবে গেমসের খেলাধুলা। যে কারণে, আজ (সোমবার) সকালে ভলিবল দল চলে গেছে কাঠমান্ডুতে। ভবিল তৃতীয় ডিসিপ্লিন হিসেবে গেমস শহরে গেলো। এর আগে নেপালে গেছে সাঁতার ও সাইক্লিং দল

পুরুষ ও মহিলা উভয় বিভাগেই খেলবে কয়েটির দেশ। ৭ জাতির এই গেমস ভলিবলে খেলছে না ভুটান। নারী ও পুরুষ দুই বিভাগেই একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। পুরুষ ভলিবলে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে নেপাল ও ভারত এবং ‘বি’ গ্রুপে পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলংকা।

নারী ভলিবলে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে ভারত ও নেপালের বিরুদ্ধে। ‘বি’ গ্রুপের তিন দল হচ্ছে পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলংকা।

মঙ্গলবার ভলিবলের প্রথম দিনে দুই বিভাগেই ম্যাচ আছে বাংলাদেশের। দুই বিভাগেই বাংলাদেশের প্রথম ম্যাচ নেপালের বিরুদ্ধে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button