ক্রিকেটখেলাধুলা

হার্শাকে কটু মন্তব্য করে তোপের মুখে মাঞ্জরেকার

ক্রীড়া ডেস্ক: খেলোয়াড় হিসেবে যেমন তেমন, ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবে এখন বেশ পরিচিত ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। তবে নিজের জনপ্রিয়তা ধরে রাখার ক্ষেত্রে যেনো বেশ কাঁচা খেলোয়াড়ই বলা চলে মাঞ্জরেকারকে। বারবার নিত্যনতুন কোনো মন্তব্যে নিজেকে সমালোচিত করে তোলেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার।

যার সবশেষ ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার ইডেন টেস্ট চলাকালীন সময়ে। দিবারাত্রির গোলাপি বলের টেস্টে প্রথমবারের মতো খেলতে নেমে ঠিক ততোটা স্বচ্ছন্দ্য মনে হয়নি বাংলাদেশের ব্যাটসম্যানদের। প্রথম ইনিংসে বেশ কয়েকবার মাথায় লেগেছে লিটন দাস, নাইম হাসানদের। সহজাত ব্যাটিং করতে পারেননি অন্যরাও।

কিন্তু এমন কেনো হচ্ছে? ফ্লাডলাইটের আলোতে গোলাপি বল দেখতে ব্যাটসম্যানদের সমস্যা হচ্ছে না তো?- এসব প্রশ্নে বিরুদ্ধ মন্তব্য করেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সঞ্জয় মাঞ্জরেকার। আর এটি নিয়েই পরে নেটিজেনদের তোপের মুখে পড়েন মাঞ্জরেকার।

হার্শার মতে, হয়তো সন্ধ্যার দিকে গোলাপি বল দেখতে সমস্যা হয় খেলোয়াড়দের। যে কারণে তারা স্বাভাবিক খেলাটা খেলতে পারছে না। তিনি বলেন, ‘আমার মনে হয় সাদা সাইট স্ক্রিনের গোলাপি বল দেখার জন্য সমস্যার হয়ে থাকতে পারে। তাই ক্রিকেটারদের এ বিষয়ে জিজ্ঞেস করা উচিত।’

এ মন্তব্যের বিরোধিতা করে মাঞ্জরেকার বলেন, ‘প্রথম দুই দিনে স্লিপ কর্ডনে যেভাবে কঠিন ক্যাচ ধরা হয়েছে, তাতে বল দেখতে সমস্যার প্রশ্নই ওঠে না। স্বাভাবিকভাবেই বল দেখার কথা তাদের।’

মাঞ্জরেকারের এমন মন্তব্যের পর হার্শা আবারও বলেন, ‘আমার মনে হয় এক্ষেত্রে ক্রিকেটারদের জিজ্ঞেস করাই বুদ্ধিমানের কাজ।’ ঠিক তখনই আপত্তিকর মন্তব্য করে মাঞ্জরেকার। তিনি বলেন, ‘আমাদের নয়, আপনার উচিত জিজ্ঞেস করা। কারণ আমরা এক-আধটু ক্রিকেট খেলেছি। এটা তো পরিষ্কার যে বল দেখতে কোনো সমস্যা হচ্ছে না।’

এমন আপত্তিকর মন্তব্যের পরেও অবশ্য স্বাভাবিকভাবেই এর জবাব দেন হার্শা। তিনি বলেন, ‘শুধু ক্রিকেট খেলেছি মানেই নতুন কিছু জানব না, তা হতে পারে না। এমনটা হলে তো টি-টোয়েন্টি ক্রিকেটই আসত না।’

মাঞ্জরেকারের কথা হার্শা বেশ দারুণভাবে সামাল দিলেও, নেটিজেনরা মোটেও হালকাভাবে নেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ধুয়ে দেয়া হচ্ছে ভারতের সাবেক ক্রিকেটারকে। সবাই বলছেন এহেন মন্তব্যের জন্য মাঞ্জরেকারের উচিৎ হার্শার কাছে ক্ষমা চাওয়া।

এ বিষয়ে তালিব পালকার নামক একজন টুইটার ব্যবহারকারীর মন্তব্য সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। তিনি লিখেছেন, ‘সঞ্জয় মাঞ্জরেকার স্যার, আপনি হয়তো একশর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার মানে এই না যে শুধুমাত্র আপনিই খেলাটা সম্পর্কে জানেন ও বোঝেন। আমি হার্শা ভোগলের সঙ্গে একমত। আশা করছি নিজের ইগো বাদ দিয়ে বিষয়টা বুঝতে চেষ্টা করবেন মাঞ্জরেকার।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button