ক্রিকেটখেলাধুলা

বিসিবি ও বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে যা বললেন কোহলি

ক্রীড়া ডেস্ক: যেমনটা প্রত্যাশিত ছিল, ইডেন গার্ডেনে ঘটল ঠিক তেমনটাই। মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে ইনিংস হারের লজ্জা এড়ানোই তৃতীয়দিন লক্ষ্য ছিল বাংলাদেশের। কিন্তু ভারতীয় বোলাররা সেই সুযোগটাও দিতে রাজি ছিলেন না।

আজ রবিবার প্রথম সেশনে এক ঘন্টারও কম সময়ের মধ্যে বাংলাদেশের বাকি তিন উইকেট তুলে নিয়ে ইনিংস জয় নিশ্চিত করল কোহলি ব্রিগেড। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দ্বিতীয় ইনিংসে পুনরায় ব্যাট করতে নামলেন না মহমুদুল্লাহ। ৪৩ রানে বাংলাদেশের বাকি ৩ উইকেট তুলে নিয়ে ইনিংস ও ৪৬ রানে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টে জয় ছিনিয়ে নিল ভারত।

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের পারফর্মেন্স সম্পর্কে ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্লেন, ‘প্রথমত, দলের সবচেয়ে অভিজ্ঞ দুজন ক্রিকেটার ছাড়াই তারা খেলেছে।

সাকিব নেই, তামিম নেই। মুশফিক-মাহমুদউল্লাহ আছে। কিন্তু কেবল দু’জন অভিজ্ঞ ক্রিকেটার দিয়ে আপনি একটা দলের কাছ থেকে খুব বেশি কিছু আশা করতে পারেন না ।’

বাংলাদেশি ক্রিকেটাররা অতিরিক্ত আবেগী সম্বোধন করে কোহলি বলেন, ‘প্রেরণা ও আবেগের পাশাপাশি যুক্তিও থাকতে হবে। আপনি যদি আবেগ দিয়ে খেলতে বলেন এবং অর্থনৈতিক দিকটা ভুলে যান, তাহলে একজন পেশাদার ক্রিকেটারের জন্য কাজটা কঠিন হয়ে যায়।’

বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য সম্পর্কে কোহলি মনে করেন, টেস্ট ক্রিকেটকে তারা কতটা গুরুত্ব দেয় তার উপর নির্ভর করবে অগ্রগতি, তাদের দক্ষতা অবশ্যই আছে। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, যোগ্য বলেই খেলছে। তবে ম্যাচের পরিস্থিতি বোঝা বা কি করে আরও ভালো করতে হয় সেটা বোঝা তাদের জন্য গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রসঙ্গ আসলে বিরাট বলেন, টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য বোর্ডের অনেক বড় ভূমিকা আছে। আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে টেস্ট ক্রিকেটাররা আরও বেশি মনযোগী হবে।

টেস্ট ক্রিকেট নিয়ে বাংলাদেশের বোর্ড কীভাবে আলোচনা করে, কীভাবে এটাকে প্রমোট করে বা কতটুকু গুরুত্ব দেয় এটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এখানে তাই ইতিবাচক বদল আনা হয়েছে যাতে ক্রিকেটাররা আরও নিবেদিত হয়।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button