খেলাধুলা

ফিরতি সিরিজ খেলতে জানুয়ারিতে ওমান যাচ্ছে যুব হকি দল

ক্রীড়া ডেস্ক: অক্টোবরে ঢাকায় এসে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের সঙ্গে ৫টি প্রীতি ম্যাচ খেলে গেছে ওমান অনূর্ধ্ব-২১ দল। দুই দলের এই প্রীতি সিরিজের লক্ষ্য আগামী বছর জুনের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপে নিজেদেরকে তৈরি করা। ওমান যুব দলটি ঢাকায় অবশ্য ভাল ফলাফল করতে পারেনি। ৫ ম্যাচ খেলে চারটি হেরে একটি জিতেছিল।

মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৫-১ গোলে, দ্বিতীয় ম্যাচের ফল ছিল ২-০, তৃতীয় ম্যাচের ৪-১ ও চতুর্থ ম্যাচের ৪-৩। শেষ ম্যাচে ওমানের যুবারা ৪-৩ গোলে সান্তনার জয় পেয়েছিল বাংলাদেশের যুবাদের বিরুদ্ধে।

ওমানের বিরুদ্ধে ফিরতি সিরিজ হবে আগামী জানুয়ারিতে। বাংলাদেশ হকি ফেডারেশন নতুন বছরের প্রথম মাসে যুব হকি দলকে পাঠাবে ওমান। ফেডারেশনের প্রত্যাশা ওমানের বিরুদ্ধে দুটি সিরিজ জুনিয়র এশিয়া কাপের প্রস্তুতিতে দারুণ কাজ দেবে।

যুব হকি দলে প্রস্তুতি বন্ধ ছিল কিছুদিন। খেলোয়াড়রা ছুটি কাটিয়ে আবার অনুশীলনের ফিরেছেন। শনিবার ৩৬ জন খেলোয়াড় নিয়ে প্রস্তুতি শুরু করেছেন কোচ মামুনুর রশিদ।

‘আমাদের এখনকার প্রস্তুতির লক্ষ্য জানুয়ারিতে ওমানের বিরুদ্ধে ফিরতি সিরিজ। আগামী বছর এপ্রিল-মে পর্যন্ত এই ৩৬ খেলোয়াড়ই থাকবে। তারপর চূড়ান্ত দল তৈরি করা হবে জুনিয়র এশিয়া কাপের জন্য’- বলেছেন মামুনুর রশিদ।

ক্যাম্পের খেলোয়াড়রা হলেন
বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, রাজিব দাস, সিহাব হোসেন, দেবাশীষ কুমার রায়,ওবায়দুল হক জয়, মো. হৃদয় হোসেন, আবেদ উদ্দিন, আল নাহিয়ান শুভ, কিশোরগঞ্জ, মেহেদী হাসান, জাহিদ হোসেন, সাবাদুর রহমান মিঠু, রকিবুল হাসান, এস এস মেহরাব হাসান শামিন, মেহেদী হাসান, আমিরুল ইসলাম, নাজমুল হাসান মৃদুল, রকিবুল হাসান, আজিজুল ইসলাম, সজিব হোসেন শিফাত, হৃদয় শেখ, পারভেজ হোসেন, খালেদ মাহমুদ রাকিন,আরশাদ হোসেন, রাজু আহম্মেদ তপু, সারোয়ার মুর্শেদ শাওন, সোহাদুর রহমান, মেহেদি হাসান, আশরাফুল, ফজলে রাব্বি, শফিউল আলম, প্রিন্স লাল, মাহাবুব হোসেন ও নাঈম উদ্দিন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button