Breaking Newsআইন ও আদালতটপ স্টোরিজ

স্কুলছাত্র আবরারের মৃত্যু : তদন্ত প্রতিবেদন জমা

জনপদ ডেস্ক: স্কুলছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন পুলিশের কাছে জমা দিয়েছে রেসিডেন্সিয়াল স্কুল কর্তৃপক্ষ। শনিবার (৯ নভেম্বর) এ তদন্ত রিপোর্ট জমা দেয়া হয়। তদন্ত রিপোটটি সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়া হবে বলে জানা গেছে।

নাইমুল আবরার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির দিবা শাখার শিক্ষার্থী ছিল। ঢাকার আগারগাঁওয়ে পরিবারের সঙ্গেই থাকতো সে। গত ১ নভেম্বর শুক্রবার বিকেলে কলেজ ক্যাম্পাসে কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয় নাইমুল আবরার রাহাত।

এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করছে শিক্ষার্থীরা। আবরারের সহপাঠীদের দাবি, ঘটনা চেপে রেখে আবরারকে কলেজের পাশের কোনো হাসপাতালে না নিয়ে মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আবরারের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর লুকিয়ে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে কিশোর আলো কর্তৃপক্ষের বিরুদ্ধে।

২ নভেম্বর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধন্যপুরে আবরারকে দাফন করা হয়। এদিনই আবরারের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের ক্ষোভ-বিক্ষোভের মধ্যে ৩ সদস্যের তদন্ত কমিটি করে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। ৬ নভেম্বর আবরারের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত।

সেদিনই আবরারকে অবহেলাজনিত হত্যার অভিযোগে প্রথম আলো সম্পাদকসহ কিশোর আলো অনুষ্ঠানের আয়োজক কমিটির বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা করেন আবরারের বাবা মজিবুর রহমান। এছাড়া ৩ নভেম্বর আবরার নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলাও করেন আবরারের বাবা। সূত্র:সময় টিভি

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button