ঢাকাসারাবাংলা

সৌদি থেকে দেশে ফিরলেন আরও ১২০ কর্মী

জনপদ ডেস্ক: শুক্রবার রাত ১১টার পর সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন প্রোগ্রামের পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সৌদি থেকে দেশে ফিরেন ১৩০ কর্মী।

এ নিয়ে গত দুদিনে ২৫০ জন কর্মী দেশে ফেরত এলো।

ফেরত আসা কর্মীদের অভিযোগ, সৌদি আরবে বেশ কিছুদিন ধরে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকেরা। অভিযানে বাদ যাচ্ছেন না বৈধ আকামা থাকা কর্মীরাও।

তাদের অভিযোগ, কর্মস্থল থেকে নিজ কক্ষে ফেরার পথে তাদের পুলিশ গ্রেফতার করে। এ সময় নিয়োগকর্তাকে ফোন করা হলেও তারা দায়িত্ব নিচ্ছেন না। আকামা থাকা সত্ত্বেও কর্মীদের ডিপোরটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।

আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনেককে আটক করে ফেরত পাঠানো হচ্ছে।

প্রসঙ্গত চলতি বছর সৌদি থেকে অন্তত ১১ থেকে ১২ হাজার কর্মী দেশে ফিরেছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button