আইন ও আদালতচট্টগ্রামসারাবাংলা

চট্টগ্রামে যুবলীগ নেতাকে ১দিনের রিমান্ড

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরী থেকে অস্ত্রসহ গ্রেফতার হওয়া যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খাইরুল আমিনের আদালত এ আদেশ দেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার নুর মোস্তফা টিনু আগে সাবেক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী হিসেবে রাজনীতি করতেন। তবে বর্তমানে তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘গ্রেফতারের পর গত ২৩ সেপ্টেম্বর পুলিশ তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে। আদালত আজ (বৃহস্পতিবার) শুনানির দিন ধার্য করেন। এদিন দুপুরে শুনানি শেষে আদালত নুর মোস্তফা টিনুকে একদিনের রিমান্ড দিয়েছেন।’

এর আগে গত ২২ সেপ্টেম্বর রাতে নগরীর চকবাজার এলাকা থেকে টিনুকে আটক করে র‌্যাব। এরপর তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি শর্টগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরদিন তাকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তরের পর পুলিশ টিনুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button