রাজশাহী , মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

রাজশাহীতে র‌্যাবের জালে ২৪ জুয়াড়ি

Adds Banner_2024

রাজশাহী র‌্যাব ৫ এর একটি দল অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ টাকা সহ ২৪ জন জুয়াড়ি কে গ্রেফতার করেছে।

শনিবার (১৫ জুন) ১২ টা ৪০ মিনিটে রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।

Trulli

গ্রেফতারকৃতরা হলেন,নগরীর চন্ডীপুর এলাকার মৃত মোহাম্মদ আলী পান্নার ছেলে আলী হাসান তুষার (৩৩),দাশপুকুর এলাকার পিতা- মৃত ইসমাইল আলীর ছেলে মোঃ মমিন (৩৫),লক্ষীপুর ভাটাপাড়া এলাকার পিতা- মৃত নুরুল ইসলাম এর ছেলে রফিকুল ইসলাম(৫২),চন্ডীপুর এলাকার মোঃ আক্তার হোসেনএর ছেলে ইনজামুল হক (২৪), লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মৃত ফজলুর রহমান ছেলে সেলিম রহমান (৫২),চন্ডীপুর এলকার মুজদার আলীর ছেলে রাবিক এহসান ওরফে সৌরফ (২৭) লক্ষীপুর এলাকার মৃত ইলিয়াছ এর ছেলে শফিকুল ইসলাম (৪০), চন্ডীপুর এলাকার মৃত হোসেন খান এর ছেলে এনায়েত (৪৫), লক্ষীপুর এলাকার মৃত একেএম সাইদুল ইসলাম ছেলে মাসুম আহম্মেদ (৪৮), কাজিহাটা এলকার মৃত আহম্মেদ হোসেনের ছেলে জুলফিকার (৪৩),ভাটাপাড়া এলাকার গোলাম এর ছেলে  মোঃ রেন্টু (৩৫), পিং- গোলাম নবী, মাতা-রেণু বেগম, সাং-ভাটাপাড়া, কাজীহাটা এলাকার মৃত সুলতান গাজির ছেলে সজল গাজী (৩২) একই এলাকার জালাল শেখ এর ছেলে সেলিম(৪৪),চন্ডীপুর এলাকার শহিদুল ইসলাম এর ছেলে জাহিদুল ইসলাম (৪৮), বুলনপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সুজন (৪০)।

চন্দিমা এলাকার মৃত গোলাম এর ছেলে ছাত্তার (৫৮),কর্নহার এলকার মৃত কাজিমুদ্দিন এর ছেলে নাসির(৩৬),রানীদিঘী এলাকার মৃত মুজাহিদ এর ছেলে মিনহাজ(৩৫),কাটাখালি বাজার এলাকার মৃত আকরাম এর ছেলে আব্দুল হাদি (৩৫),টাঙ্গুইন এলাকার মোহনলাল এর ছেলে সেলিম রেজা (৩৭),একই এলাকার মৃত মহসীন আলীর ছেলে রবিউল (৪৪),কাদিরগন্জ আমবাগান এলাকার মৃত বক্কর সিদ্দিক এর ছেলে চারু(৩২), মৃত হুমায়ুন কবীর এর ছেলে মাহবুব(৪০),বড় বনগ্রাম এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪৯)।

গ্রেফতারকৃতরা  স্বীকার করে ক্লাব ঘরের মধ্যে তারা প্রতিনিয়ত জুয়া খেলতো। ওই এলাকার মুর্শিদ কামাল রানার ঘর ভাড়া নিয়ে আলী হাসান তুষার এ জুয়া খেলা পরিচালনা করে আসছিল।

শনিবার র‌্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল ১৫ জুন দিবাগত রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর কাচাঁ বাজার এলাকার বাড়ী নং-৪৪৫ এর ক্লাব ঘরের (দেয়াল বেস্টিত টিনের ছাপড়া ঘর) ভিতরে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ২৪ জন আসামীকে গ্রেফতার করে এবং প্লেয়িং
কার্ড ৬ (ছয়) সেট, ৫২ (বায়ান্ন) টি বিভিন্ন রংয়ের তাস নগদ  ৪ লক্ষ ১০ হাজার ৪৩৫ টাকা ও ১ টি ঐচ ল্যাপটপ এবং ১ টি ল্যাপটপ উদ্ধার এবং জুয়ার সরঞ্জাম ও ০৪ টি মটরসাইকেল জব্দ করে ।

এ ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

Adds Banner_2024

রাজশাহীতে র‌্যাবের জালে ২৪ জুয়াড়ি

আপডেটের সময় : ০২:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

রাজশাহী র‌্যাব ৫ এর একটি দল অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ টাকা সহ ২৪ জন জুয়াড়ি কে গ্রেফতার করেছে।

শনিবার (১৫ জুন) ১২ টা ৪০ মিনিটে রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।

Trulli

গ্রেফতারকৃতরা হলেন,নগরীর চন্ডীপুর এলাকার মৃত মোহাম্মদ আলী পান্নার ছেলে আলী হাসান তুষার (৩৩),দাশপুকুর এলাকার পিতা- মৃত ইসমাইল আলীর ছেলে মোঃ মমিন (৩৫),লক্ষীপুর ভাটাপাড়া এলাকার পিতা- মৃত নুরুল ইসলাম এর ছেলে রফিকুল ইসলাম(৫২),চন্ডীপুর এলাকার মোঃ আক্তার হোসেনএর ছেলে ইনজামুল হক (২৪), লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মৃত ফজলুর রহমান ছেলে সেলিম রহমান (৫২),চন্ডীপুর এলকার মুজদার আলীর ছেলে রাবিক এহসান ওরফে সৌরফ (২৭) লক্ষীপুর এলাকার মৃত ইলিয়াছ এর ছেলে শফিকুল ইসলাম (৪০), চন্ডীপুর এলাকার মৃত হোসেন খান এর ছেলে এনায়েত (৪৫), লক্ষীপুর এলাকার মৃত একেএম সাইদুল ইসলাম ছেলে মাসুম আহম্মেদ (৪৮), কাজিহাটা এলকার মৃত আহম্মেদ হোসেনের ছেলে জুলফিকার (৪৩),ভাটাপাড়া এলাকার গোলাম এর ছেলে  মোঃ রেন্টু (৩৫), পিং- গোলাম নবী, মাতা-রেণু বেগম, সাং-ভাটাপাড়া, কাজীহাটা এলাকার মৃত সুলতান গাজির ছেলে সজল গাজী (৩২) একই এলাকার জালাল শেখ এর ছেলে সেলিম(৪৪),চন্ডীপুর এলাকার শহিদুল ইসলাম এর ছেলে জাহিদুল ইসলাম (৪৮), বুলনপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সুজন (৪০)।

চন্দিমা এলাকার মৃত গোলাম এর ছেলে ছাত্তার (৫৮),কর্নহার এলকার মৃত কাজিমুদ্দিন এর ছেলে নাসির(৩৬),রানীদিঘী এলাকার মৃত মুজাহিদ এর ছেলে মিনহাজ(৩৫),কাটাখালি বাজার এলাকার মৃত আকরাম এর ছেলে আব্দুল হাদি (৩৫),টাঙ্গুইন এলাকার মোহনলাল এর ছেলে সেলিম রেজা (৩৭),একই এলাকার মৃত মহসীন আলীর ছেলে রবিউল (৪৪),কাদিরগন্জ আমবাগান এলাকার মৃত বক্কর সিদ্দিক এর ছেলে চারু(৩২), মৃত হুমায়ুন কবীর এর ছেলে মাহবুব(৪০),বড় বনগ্রাম এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪৯)।

গ্রেফতারকৃতরা  স্বীকার করে ক্লাব ঘরের মধ্যে তারা প্রতিনিয়ত জুয়া খেলতো। ওই এলাকার মুর্শিদ কামাল রানার ঘর ভাড়া নিয়ে আলী হাসান তুষার এ জুয়া খেলা পরিচালনা করে আসছিল।

শনিবার র‌্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল ১৫ জুন দিবাগত রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর কাচাঁ বাজার এলাকার বাড়ী নং-৪৪৫ এর ক্লাব ঘরের (দেয়াল বেস্টিত টিনের ছাপড়া ঘর) ভিতরে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ২৪ জন আসামীকে গ্রেফতার করে এবং প্লেয়িং
কার্ড ৬ (ছয়) সেট, ৫২ (বায়ান্ন) টি বিভিন্ন রংয়ের তাস নগদ  ৪ লক্ষ ১০ হাজার ৪৩৫ টাকা ও ১ টি ঐচ ল্যাপটপ এবং ১ টি ল্যাপটপ উদ্ধার এবং জুয়ার সরঞ্জাম ও ০৪ টি মটরসাইকেল জব্দ করে ।

এ ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।