রাজশাহী , রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

স্কুলে ঢুকে পড়ল চিতাবাঘ, সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • জনপদ ডেস্ক
  • আপডেটের সময় : ১২:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ১০ টাইম ভিউ
Adds Banner_2024

বাচ্চাদের বাঘের ভয় দেখিয়ে ঘুম পাড়ানোর সঙ্গে অনেকে হয়তো পরিচিত। তবে এবার সামনে এসেছে একটি ভয়ংকর ঘটনা। বাচ্চাদের স্কুলে ঢুকে পড়েছে একটি চিতাবাঘ। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। শুক্রবার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি বেসরকারি স্কুলে চিতাবাঘ ঢুকে পড়ার খবর জানাজানি হলে স্থানীয়দের মধে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাঘটি ধরতে বড়সড় আকারে অভিযান শুরু করা হয়েছে। তবে এখনও এটিকে বাগে আনা সম্ভব হয়নি। ভারতের তামিলনাড়ুর তিরুপাথুরে এ ঘটনা ঘটেছে।

Trulli

এনডিটিভি জানিয়েছে, এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ায় সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতীয় এক কর্মকর্তা জানান, শুক্রবার বিকেলের দিকে এক অভিভাবক তার সন্তানকে আনতে গেলে স্কুলে চিতাবাঘটি দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর পুলিশ ও বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশুদের নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করেন।

তিনি বলেন, প্রথমে বাঘটিকে জাল দিয়ে ধার পরিকল্পনা করা হয়েছিল। তবে স্কুলের একটি ঝোপে এটি আশ্রয় নিয়ে এ পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে।

জানা গেছে, খবর পেয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত ও অভিযানে বন এবং পুলিশের মধ্যে সমন্বয় করতে তিরুপাথুর জেলা কালেক্টর ও পুলিশ সুপার অ্যালবার্ট জন ঘটনাস্থলে ছুটে গেছেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে চিতাবাঘের আক্রমণে একজন আহত হয়েচেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা কালেক্টর এক সংবাদ সম্মেলনে জানান, বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা বাঘটি ধরতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তারা চিতাবাঘের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে এটিকে ধরার চেষ্টা করা হলেই অবস্থান পরিবর্তন করছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে জেলা প্রশাসন সব স্কুল তিন দিন ছুটি ঘোষণা করেছেন। এ সময়ের মধ্যে কোনো স্কুল কার্যক্রম পরিচালনা করবে না।

Adds Banner_2024

স্কুলে ঢুকে পড়ল চিতাবাঘ, সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আপডেটের সময় : ১২:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

বাচ্চাদের বাঘের ভয় দেখিয়ে ঘুম পাড়ানোর সঙ্গে অনেকে হয়তো পরিচিত। তবে এবার সামনে এসেছে একটি ভয়ংকর ঘটনা। বাচ্চাদের স্কুলে ঢুকে পড়েছে একটি চিতাবাঘ। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। শুক্রবার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি বেসরকারি স্কুলে চিতাবাঘ ঢুকে পড়ার খবর জানাজানি হলে স্থানীয়দের মধে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাঘটি ধরতে বড়সড় আকারে অভিযান শুরু করা হয়েছে। তবে এখনও এটিকে বাগে আনা সম্ভব হয়নি। ভারতের তামিলনাড়ুর তিরুপাথুরে এ ঘটনা ঘটেছে।

Trulli

এনডিটিভি জানিয়েছে, এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ায় সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতীয় এক কর্মকর্তা জানান, শুক্রবার বিকেলের দিকে এক অভিভাবক তার সন্তানকে আনতে গেলে স্কুলে চিতাবাঘটি দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর পুলিশ ও বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশুদের নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করেন।

তিনি বলেন, প্রথমে বাঘটিকে জাল দিয়ে ধার পরিকল্পনা করা হয়েছিল। তবে স্কুলের একটি ঝোপে এটি আশ্রয় নিয়ে এ পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে।

জানা গেছে, খবর পেয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত ও অভিযানে বন এবং পুলিশের মধ্যে সমন্বয় করতে তিরুপাথুর জেলা কালেক্টর ও পুলিশ সুপার অ্যালবার্ট জন ঘটনাস্থলে ছুটে গেছেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে চিতাবাঘের আক্রমণে একজন আহত হয়েচেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা কালেক্টর এক সংবাদ সম্মেলনে জানান, বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা বাঘটি ধরতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তারা চিতাবাঘের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে এটিকে ধরার চেষ্টা করা হলেই অবস্থান পরিবর্তন করছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে জেলা প্রশাসন সব স্কুল তিন দিন ছুটি ঘোষণা করেছেন। এ সময়ের মধ্যে কোনো স্কুল কার্যক্রম পরিচালনা করবে না।