রাজশাহী , রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট

  • জনপদ ডেস্ক
  • আপডেটের সময় : ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ৪ টাইম ভিউ
Adds Banner_2024

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে গাড়ীতে ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে। কিছুটা থেমে থেমে গাড়ি চললেও নেই কোন রকম যানজট। তাই নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন উত্তর-দক্ষিণ অঞ্চলের ২২ জেলার মানুষ।

বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, ট্রাক, পিকআপসহ যে যেভাবে পারছে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছেন। মহাসড়ক দুই লেন থেকে ৪-৬ লেনে উত্তীর্ণ হওয়ায় ঢাকাসহ আশপাশের জেলার কর্মস্থল থেকে অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরছেন এ অঞ্চলের লাখ লাখ মানুষ।

Trulli

সিরাজগঞ্জের কড্ডারমোড় নেমেই তাই স্বস্তি প্রকাশ করলেন সব যাত্রীরা। কেউ কেউ আবার ভাড়া বেশি নেবার অভিযোগ করলেন। তারপরও সকলেই ভালভাবে ফিরতে পেরে উচ্ছ্বসিত।

এদিকে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। তবে মহাসড়ক অনেকটা ফাঁকা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা কেন্দ্রিক যানবাহনের কিছুটা জটলা রয়েছে। সকাল থেকেই বিভিন্ন শিল্পকারখানা ছুটি শুরু হয়েছে।

গন্তব্যে পৌঁছার জন্য ঢাকা মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে ঘরমুখো মানুষের। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে যার যার মতো যাচ্ছেন।  মহাসড়কে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Adds Banner_2024

মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট

আপডেটের সময় : ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে গাড়ীতে ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে। কিছুটা থেমে থেমে গাড়ি চললেও নেই কোন রকম যানজট। তাই নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন উত্তর-দক্ষিণ অঞ্চলের ২২ জেলার মানুষ।

বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, ট্রাক, পিকআপসহ যে যেভাবে পারছে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছেন। মহাসড়ক দুই লেন থেকে ৪-৬ লেনে উত্তীর্ণ হওয়ায় ঢাকাসহ আশপাশের জেলার কর্মস্থল থেকে অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরছেন এ অঞ্চলের লাখ লাখ মানুষ।

Trulli

সিরাজগঞ্জের কড্ডারমোড় নেমেই তাই স্বস্তি প্রকাশ করলেন সব যাত্রীরা। কেউ কেউ আবার ভাড়া বেশি নেবার অভিযোগ করলেন। তারপরও সকলেই ভালভাবে ফিরতে পেরে উচ্ছ্বসিত।

এদিকে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। তবে মহাসড়ক অনেকটা ফাঁকা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা কেন্দ্রিক যানবাহনের কিছুটা জটলা রয়েছে। সকাল থেকেই বিভিন্ন শিল্পকারখানা ছুটি শুরু হয়েছে।

গন্তব্যে পৌঁছার জন্য ঢাকা মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে ঘরমুখো মানুষের। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে যার যার মতো যাচ্ছেন।  মহাসড়কে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।