রাজশাহী , সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

আবার জেলে যেতে হতে পারে পরীমণিকে

  • আপডেটের সময় : ০৭:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • ১৮ টাইম ভিউ
Adds Banner_2024

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সিনেমার চেয়ে সিনেমার বাইরের জীবন নিয়েই বেশি আলোচনার জন্ম দিয়েছেন এই নায়িকা। কখনো ক্লাব মদের পার্টি আবার কখনো পাঁচ তারকা হোটেলে ঢাক ডোল পিটিয়ে জন্মদিন উদযাপন করে আলোচনায় রূপালি পর্দার এই নায়িকা। তবে ২০২১ সালে ৮ জুনের এক সিসি টিভির ফুটেজে দেখা যায় মধ্যরাতে ব্যক্তিগত সহকারী, মেকআপম্যানসহ কয়েকজনকে নিয়ে বোটক্লাবে প্রবেশ করেন পরীমণি। কিছুক্ষন পর অচেতন অবস্থায় তাকে বের করতে দেখা যায়।

বোট ক্লাবকাণ্ডের তিন বছর পার হলো। তিন বছর আগে সাভারের বোট ক্লাবকাণ্ডে আলোচনায় আসেন ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদ। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন চিত্রনায়িকা পরীমণি। তার বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ পেয়ে চার্জশিট দেয় পুলিশ।

Trulli

অন্যদিকে নাছির কারামুক্ত হয়ে আদালতে পরীমণির বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলা করেন। সেই মামলায় সত্যতা পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রতিবেদন দাখিল করে। এতে বিচার পেতে পরীমণি ও নাছির মুখোমুখি হন।

তাদের দুজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পায় পুলিশ। তবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারা দোষী, না নির্দোষ সেটা প্রমাণিত হওয়ার অপেক্ষায়। তবে শ্লীলতাহানির মামলায় আসামিরা আদালতে হাজিরা দিলেও পরীমণির সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় বিচার কাজ এগোয়নি ততটা।

বারবার তারিখ ধার্য করা হলেও দুই পক্ষের ব্যস্ততার অজুহাতে আটকে আছে বিচারকাজ। ২০২২ সালের ১৮ মে মামলাটির বিচার শুরুর পর আদালত সাক্ষ্য গ্রহণের জন্য ১০টি তারিখ ধার্য করলেও এরই মধ্যে ৯টি ধার্য শেষ হলেও কোনো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি।

এদিকে, ব্যবসায়ী নাছিরের মামলায় আগামী ২৫ জুন পরীমণিকে আদালতে উপস্থিত হতে হবে। পিবিআইর দেওয়া প্রতিবেদনে সমন জারি রয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর পাবলিক প্রসিকিউটর শহিদুল ইসলাম বলেন, সাক্ষী হাজির না করে সময়ের আবেদন করা হয়। বাদীপক্ষ কোনো যোগাযোগ করে না। এসব কারণে মামলার বিচার বিলম্বিত হয়।

নাছিরের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল বলেন, পরীমণির করা মামলায় ধার্য তারিখে হাজির না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে বিচার ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। পরীমণি হাজির হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, সেই কারণেই তিনি হাজির হয় না বলেও মনে করেন তিনি।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, আসামিরা ব্যবসায়িক কারণে দেশের বাইরে থাকেন ফলে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য দীর্ঘদিন পরপর তারিখ দেন। এ ছাড়া পরীমণি অসুস্থ ও শুটিংয়ের কারণে আদালতে সাক্ষ্য দিতে আসতে পারেননি।

Adds Banner_2024

আবার জেলে যেতে হতে পারে পরীমণিকে

আপডেটের সময় : ০৭:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সিনেমার চেয়ে সিনেমার বাইরের জীবন নিয়েই বেশি আলোচনার জন্ম দিয়েছেন এই নায়িকা। কখনো ক্লাব মদের পার্টি আবার কখনো পাঁচ তারকা হোটেলে ঢাক ডোল পিটিয়ে জন্মদিন উদযাপন করে আলোচনায় রূপালি পর্দার এই নায়িকা। তবে ২০২১ সালে ৮ জুনের এক সিসি টিভির ফুটেজে দেখা যায় মধ্যরাতে ব্যক্তিগত সহকারী, মেকআপম্যানসহ কয়েকজনকে নিয়ে বোটক্লাবে প্রবেশ করেন পরীমণি। কিছুক্ষন পর অচেতন অবস্থায় তাকে বের করতে দেখা যায়।

বোট ক্লাবকাণ্ডের তিন বছর পার হলো। তিন বছর আগে সাভারের বোট ক্লাবকাণ্ডে আলোচনায় আসেন ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদ। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন চিত্রনায়িকা পরীমণি। তার বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ পেয়ে চার্জশিট দেয় পুলিশ।

Trulli

অন্যদিকে নাছির কারামুক্ত হয়ে আদালতে পরীমণির বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলা করেন। সেই মামলায় সত্যতা পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রতিবেদন দাখিল করে। এতে বিচার পেতে পরীমণি ও নাছির মুখোমুখি হন।

তাদের দুজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পায় পুলিশ। তবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারা দোষী, না নির্দোষ সেটা প্রমাণিত হওয়ার অপেক্ষায়। তবে শ্লীলতাহানির মামলায় আসামিরা আদালতে হাজিরা দিলেও পরীমণির সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় বিচার কাজ এগোয়নি ততটা।

বারবার তারিখ ধার্য করা হলেও দুই পক্ষের ব্যস্ততার অজুহাতে আটকে আছে বিচারকাজ। ২০২২ সালের ১৮ মে মামলাটির বিচার শুরুর পর আদালত সাক্ষ্য গ্রহণের জন্য ১০টি তারিখ ধার্য করলেও এরই মধ্যে ৯টি ধার্য শেষ হলেও কোনো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি।

এদিকে, ব্যবসায়ী নাছিরের মামলায় আগামী ২৫ জুন পরীমণিকে আদালতে উপস্থিত হতে হবে। পিবিআইর দেওয়া প্রতিবেদনে সমন জারি রয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর পাবলিক প্রসিকিউটর শহিদুল ইসলাম বলেন, সাক্ষী হাজির না করে সময়ের আবেদন করা হয়। বাদীপক্ষ কোনো যোগাযোগ করে না। এসব কারণে মামলার বিচার বিলম্বিত হয়।

নাছিরের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল বলেন, পরীমণির করা মামলায় ধার্য তারিখে হাজির না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে বিচার ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। পরীমণি হাজির হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, সেই কারণেই তিনি হাজির হয় না বলেও মনে করেন তিনি।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, আসামিরা ব্যবসায়িক কারণে দেশের বাইরে থাকেন ফলে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য দীর্ঘদিন পরপর তারিখ দেন। এ ছাড়া পরীমণি অসুস্থ ও শুটিংয়ের কারণে আদালতে সাক্ষ্য দিতে আসতে পারেননি।