রাজশাহী , সোমবার, ১৭ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

কার্গো জাহাজে হুতিদের হামলা

  • আপডেটের সময় : ০৬:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • ৫ টাইম ভিউ
Adds Banner_2024

কার্গো জাহাজে হুতিদের হামলা, নাবিক গুরুতর আহতনভেম্বরে হুতিরা হামলা শুরু করার পরে যুক্তরাষ্ট্রসহ অন্য কয়েকটি দেশ লোহিত সাগরে টহল শুরু করে
এডেন উপসাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি কার্গো জাহাজে আঘাত করেছে। এতে ক্রুদের একজন গুরুতর আহত হয়েছেন।

পালাউ পতাকাবাহী, ইউক্রেনের মালিকানাধীন এবং পোল্যান্ড-পরিচালিত এম/ভি ভারবানা নামের ওই জাহাজটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি স্থানে আগুন ধরে যায়। হামলা চলাকালে বেসামরিক এক নাবিক গুরুতর আহত হন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটি জানায়। সেন্টকম বলেছে, ইউএসএস ফিলিপাইন সি থেকে একটি এয়ারক্র্যাফট আহত ওই নাবিককে আরেকটি জাহাজে নিয়ে যায় চিকিৎসার জন্য।

Trulli

গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। তারা বলছে, গাজায় ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবেই এসব হামলা। গাজায় যুদ্ধে এ পর্যন্ত ৩৭ হাজার ২৩২ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি জানায়, ২৪ ঘণ্টায় তারা তিনটি জাহাজে হামলা চালিয়েছে। সেই তিন জাহাজের একটি হলো ভারবেনা।

সংগঠনটি বলে, গাজা উপত্যকায় বাসিন্দাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রতিশোধ নিতে এবং ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান-ব্রিটিশ আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এসব হামলা চালিয়েছে। বৃহস্পতিআর সকালে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউকেএমটিও সেন্টার জানায়, একটি জাহাজে হামলা হয় এবং আগুন ধরে যায়।

Adds Banner_2024

কার্গো জাহাজে হুতিদের হামলা

আপডেটের সময় : ০৬:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

কার্গো জাহাজে হুতিদের হামলা, নাবিক গুরুতর আহতনভেম্বরে হুতিরা হামলা শুরু করার পরে যুক্তরাষ্ট্রসহ অন্য কয়েকটি দেশ লোহিত সাগরে টহল শুরু করে
এডেন উপসাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি কার্গো জাহাজে আঘাত করেছে। এতে ক্রুদের একজন গুরুতর আহত হয়েছেন।

পালাউ পতাকাবাহী, ইউক্রেনের মালিকানাধীন এবং পোল্যান্ড-পরিচালিত এম/ভি ভারবানা নামের ওই জাহাজটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি স্থানে আগুন ধরে যায়। হামলা চলাকালে বেসামরিক এক নাবিক গুরুতর আহত হন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটি জানায়। সেন্টকম বলেছে, ইউএসএস ফিলিপাইন সি থেকে একটি এয়ারক্র্যাফট আহত ওই নাবিককে আরেকটি জাহাজে নিয়ে যায় চিকিৎসার জন্য।

Trulli

গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। তারা বলছে, গাজায় ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবেই এসব হামলা। গাজায় যুদ্ধে এ পর্যন্ত ৩৭ হাজার ২৩২ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি জানায়, ২৪ ঘণ্টায় তারা তিনটি জাহাজে হামলা চালিয়েছে। সেই তিন জাহাজের একটি হলো ভারবেনা।

সংগঠনটি বলে, গাজা উপত্যকায় বাসিন্দাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রতিশোধ নিতে এবং ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান-ব্রিটিশ আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এসব হামলা চালিয়েছে। বৃহস্পতিআর সকালে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউকেএমটিও সেন্টার জানায়, একটি জাহাজে হামলা হয় এবং আগুন ধরে যায়।