রাজশাহী , রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

নুপুরের ছন্দ আর হারমোনিয়ামের সুরে বাঁধা বাবুলের জীবন জীবিকা

Adds Banner_2024

রাজশাহী রেল স্টেশনে মানুষের জটলা। নুপুরের ছন্দ আর হারমোনিয়ামের সুরে দূর থেকে ভেসে আসছে গান। এক পা দু’পা করে কাছে গিয়ে চোখে পরলো সালোয়ার কামিজ পরা মেয়েলি সাজে মধ্য বয়সী এক ব্যক্তি ভাঙ্গা গলায় গান গাইছে। আর লোকজন তাকে ঘিরে ধরে বেশ আগ্রহ নিয়ে শুনছেন সেই গান। গান শেষে যে যার মত ১০ টাকা ২০ টাকা দিচ্ছেন।

অবসরে ফুটপাতের ধারে বসে চা খেতে খেতে পরিচয় হলো। জানা গেলো তার জীবন যুদ্ধের করুন ইতিহাস। নাম তার মো: বাবুল হোসেন বাবু। নওগাঁ জেলার হাঁসাাইগাড়ী ইউনিয়নের ভীমপুর সাকিদার পাড়ায় তার বাড়ি। বিবাহিত জীবনে ৪ কন্যা সন্তানের জনক তিনি। জীবন জীবিকার তাগিদে প্রায় প্রতিদিনই পারি জমাতে হয় বিভিন্ন শহরের পথে। দিন শেষে যা আয় হয় তা দিয়েই সংসার চলে বাবুলের।

গানের প্রতি ভালবাসা ছোট বেলা থেকেই। স্থানীয় এক ওস্তাদ এর কাছ থেকে তালিম নিয়েছেন তিনি। এরপর থেকেই গ্রামের হাটে, মাঠে, ঘাটে জারি-সারি, ভাটিয়ালী গান গেয়ে উপার্জন করে সংসার চালাতো বাবুল। বিয়ের আসরেও ডাক পড়তো তার। কিন্তু অভাব যেন তার পিছু ছাড়ছিল না। অভাবে তাড়নায় সেদিন তার দেড়মাস বয়সী কন্যা সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছিল নিঃসন্তান এক পরিবারের কাছে। শর্ত ছিল কোনোদিন সে তার মেয়ের মুখ দেখতে পারবে না। ৬ বছর পেরিয়ে গেলেও শর্ত অনুযায়ী কন্যার সে মায়াবী মুখ দেখার সৌভাগ্য হয়নি বাবুলের পরিবারের। পাহাড় সমান কষ্ট বুকে চেপে সুর বিলিয়ে সংসার চালান আবুল হোসেন। নুপুরের ছন্দ আর হারমোনিয়ামের সুরে যেন বাঁধা পড়েছে বাবুলের জীবন জীবিকা।

Trulli

আগের মতো সুরেলা কণ্ঠ এখন আর নেই। নেই উচ্চস্বরে জারি, শারি, ভাটিয়ালি গান গাওয়ার জৌলুষ। তবুও সুরকে আগলে ধরে পায়ে নুপুর আর গলায় হারমোনিয়াম ঝুলিয়ে রেলস্টেশন, বাস টার্মিনালসহ শহরের অলিগলি, পাড়া মহল্লায় ঘুরে বেড়ান বাবুল। সালোয়ার কামিজ পরে মুখে জরির আস্তরণ আর ঠোটে গাঢ় লিপস্টিক লাগিয়ে মানুষকে আকৃষ্ট করেন তিনি।

কিন্তু আধুনিক সংগীতের ডামাডোলে হারিয়ে যাওয়া সেই গানগুলো যান্ত্রিক শহরে ব্যস্ত মানুষেরা জেনো শুনতেই চায় না। মাঝেমাঝেই খালি হাতে ফিরতে হয় বাড়ি। তাইতো একসময় হারমোনিয়ামের সুর ফিকে হয়ে যায়। ক্ষুধার যন্ত্রণায় গলায় ওঠেনা গান, নুপুরের ছন্দে নেচে ওঠেনা মন। তবুও পথে পথে সুর বিলিয়ে আহার খুঁজে ফেরে বাবুল হোসেন বাবু।

Adds Banner_2024

নুপুরের ছন্দ আর হারমোনিয়ামের সুরে বাঁধা বাবুলের জীবন জীবিকা

আপডেটের সময় : ০৮:৫৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

রাজশাহী রেল স্টেশনে মানুষের জটলা। নুপুরের ছন্দ আর হারমোনিয়ামের সুরে দূর থেকে ভেসে আসছে গান। এক পা দু’পা করে কাছে গিয়ে চোখে পরলো সালোয়ার কামিজ পরা মেয়েলি সাজে মধ্য বয়সী এক ব্যক্তি ভাঙ্গা গলায় গান গাইছে। আর লোকজন তাকে ঘিরে ধরে বেশ আগ্রহ নিয়ে শুনছেন সেই গান। গান শেষে যে যার মত ১০ টাকা ২০ টাকা দিচ্ছেন।

অবসরে ফুটপাতের ধারে বসে চা খেতে খেতে পরিচয় হলো। জানা গেলো তার জীবন যুদ্ধের করুন ইতিহাস। নাম তার মো: বাবুল হোসেন বাবু। নওগাঁ জেলার হাঁসাাইগাড়ী ইউনিয়নের ভীমপুর সাকিদার পাড়ায় তার বাড়ি। বিবাহিত জীবনে ৪ কন্যা সন্তানের জনক তিনি। জীবন জীবিকার তাগিদে প্রায় প্রতিদিনই পারি জমাতে হয় বিভিন্ন শহরের পথে। দিন শেষে যা আয় হয় তা দিয়েই সংসার চলে বাবুলের।

গানের প্রতি ভালবাসা ছোট বেলা থেকেই। স্থানীয় এক ওস্তাদ এর কাছ থেকে তালিম নিয়েছেন তিনি। এরপর থেকেই গ্রামের হাটে, মাঠে, ঘাটে জারি-সারি, ভাটিয়ালী গান গেয়ে উপার্জন করে সংসার চালাতো বাবুল। বিয়ের আসরেও ডাক পড়তো তার। কিন্তু অভাব যেন তার পিছু ছাড়ছিল না। অভাবে তাড়নায় সেদিন তার দেড়মাস বয়সী কন্যা সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছিল নিঃসন্তান এক পরিবারের কাছে। শর্ত ছিল কোনোদিন সে তার মেয়ের মুখ দেখতে পারবে না। ৬ বছর পেরিয়ে গেলেও শর্ত অনুযায়ী কন্যার সে মায়াবী মুখ দেখার সৌভাগ্য হয়নি বাবুলের পরিবারের। পাহাড় সমান কষ্ট বুকে চেপে সুর বিলিয়ে সংসার চালান আবুল হোসেন। নুপুরের ছন্দ আর হারমোনিয়ামের সুরে যেন বাঁধা পড়েছে বাবুলের জীবন জীবিকা।

Trulli

আগের মতো সুরেলা কণ্ঠ এখন আর নেই। নেই উচ্চস্বরে জারি, শারি, ভাটিয়ালি গান গাওয়ার জৌলুষ। তবুও সুরকে আগলে ধরে পায়ে নুপুর আর গলায় হারমোনিয়াম ঝুলিয়ে রেলস্টেশন, বাস টার্মিনালসহ শহরের অলিগলি, পাড়া মহল্লায় ঘুরে বেড়ান বাবুল। সালোয়ার কামিজ পরে মুখে জরির আস্তরণ আর ঠোটে গাঢ় লিপস্টিক লাগিয়ে মানুষকে আকৃষ্ট করেন তিনি।

কিন্তু আধুনিক সংগীতের ডামাডোলে হারিয়ে যাওয়া সেই গানগুলো যান্ত্রিক শহরে ব্যস্ত মানুষেরা জেনো শুনতেই চায় না। মাঝেমাঝেই খালি হাতে ফিরতে হয় বাড়ি। তাইতো একসময় হারমোনিয়ামের সুর ফিকে হয়ে যায়। ক্ষুধার যন্ত্রণায় গলায় ওঠেনা গান, নুপুরের ছন্দে নেচে ওঠেনা মন। তবুও পথে পথে সুর বিলিয়ে আহার খুঁজে ফেরে বাবুল হোসেন বাবু।