রাজশাহী , মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

কাল থেকে টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

  • জনপদ ডেস্ক
  • আপডেটের সময় : ০৯:৩৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • ১২ টাইম ভিউ
Adds Banner_2024

পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদের আগে আজ বৃহস্পতিবার (১৩ জুন) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। শুক্রবার (১৪ জুন) থেকে টানা পাঁচদিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ও ঈদের ছুটি মিলিয়ে আগামী ১৮ জুন পর্যন্ত ছুটি পাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।

ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় এদিন স্বাভাবিক ছিল সচিবালয়। দিনের শুরু থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে, অন্যান্য দিনের মতোই কাজ করছেন সব কর্মকর্তা-কর্মচারীরা।

Trulli

এদিন সচিবালয়ের গাড়ি পার্কিংয়ের জায়গায়ও অন্যান্য দিনের মতো গাড়িতে পূর্ণ ছিল। ঈদের শেষ কর্মদিবস হওয়ার কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী তাদের সহকর্মীদের সঙ্গে অগ্রিম ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আবার লিফট চালক এবং অফিসের বিভিন্ন কর্মচারীদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বকশিশ নিতে দেখা গেছে। এছাড়া এক ও দুই নম্বর গেটের মাঝে অন্যান্য দিনের মতোই অভ্যর্থনা কক্ষে সচিবালয়ে প্রবেশে ভিড় দেখা গেছে।

অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীর গ্রামের বাড়ি দূর-দূরান্তে হওয়ার কারণে তাদের কেউ কেউ এদিন অফিস শেষ করেই শহর ছাড়বেন বলে জানা গেছে।

বিশ্ব মুসলিমবাসীর বছরে দুটি বৃহৎ উৎসব। একটি ঈদুল ফিতর ও অন্যটি ঈদুল আজহা। আগামী ১৭ জুন (সোমবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। আর এ ঈদকে কেন্দ্র করে গ্রামের বাড়িতে থাকা প্রিয় মানুষগুলোর সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ।

এবার ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৬, ১৭ ও ১৮ জুন (রবি, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুদিন সাপ্তাহিক ছুটি। এ কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি শুরু হচ্ছে ১৪ জুন থেকে। আগামী ১৮ জুন পর্যন্ত ছুটি কাটাবেন। আর আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে সরকারি অফিস চলবে। এ ক্ষেত্রে আগের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে।

Adds Banner_2024

কাল থেকে টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আপডেটের সময় : ০৯:৩৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদের আগে আজ বৃহস্পতিবার (১৩ জুন) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। শুক্রবার (১৪ জুন) থেকে টানা পাঁচদিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ও ঈদের ছুটি মিলিয়ে আগামী ১৮ জুন পর্যন্ত ছুটি পাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।

ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় এদিন স্বাভাবিক ছিল সচিবালয়। দিনের শুরু থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে, অন্যান্য দিনের মতোই কাজ করছেন সব কর্মকর্তা-কর্মচারীরা।

Trulli

এদিন সচিবালয়ের গাড়ি পার্কিংয়ের জায়গায়ও অন্যান্য দিনের মতো গাড়িতে পূর্ণ ছিল। ঈদের শেষ কর্মদিবস হওয়ার কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী তাদের সহকর্মীদের সঙ্গে অগ্রিম ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আবার লিফট চালক এবং অফিসের বিভিন্ন কর্মচারীদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বকশিশ নিতে দেখা গেছে। এছাড়া এক ও দুই নম্বর গেটের মাঝে অন্যান্য দিনের মতোই অভ্যর্থনা কক্ষে সচিবালয়ে প্রবেশে ভিড় দেখা গেছে।

অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীর গ্রামের বাড়ি দূর-দূরান্তে হওয়ার কারণে তাদের কেউ কেউ এদিন অফিস শেষ করেই শহর ছাড়বেন বলে জানা গেছে।

বিশ্ব মুসলিমবাসীর বছরে দুটি বৃহৎ উৎসব। একটি ঈদুল ফিতর ও অন্যটি ঈদুল আজহা। আগামী ১৭ জুন (সোমবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। আর এ ঈদকে কেন্দ্র করে গ্রামের বাড়িতে থাকা প্রিয় মানুষগুলোর সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ।

এবার ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৬, ১৭ ও ১৮ জুন (রবি, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুদিন সাপ্তাহিক ছুটি। এ কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি শুরু হচ্ছে ১৪ জুন থেকে। আগামী ১৮ জুন পর্যন্ত ছুটি কাটাবেন। আর আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে সরকারি অফিস চলবে। এ ক্ষেত্রে আগের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে।