রাজশাহী , মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন ২০২৪ থেকে ২১ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বাংলার জনপদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন ২০২৪ তারিখ থেকে পুনরায় সকল কার্যক্রম চালু থাকবে। ***ধন্যবাদ**

টুং টাং শব্দে ব্যস্ত সময় পার করছে রাজশাহীর কামাররা

  • আশরাফুল অন্তর
  • আপডেটের সময় : ০৬:৪৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • ৮০ টাইম ভিউ
Adds Banner_2024

দগদগে আগুনে গরম লোহা ও ইস্পাতের পিটাপিটিতে মুখর হয়ে উঠেছে রাজশাহীর কামারশিল্পের দোকানগুলোতে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে রাজশাহী নগরীর ভদ্রা, নাদিরমোড়, বহরমপুর কামার পট্টিতে গিয়ে কামারদের ব্যস্ততার প্রতিচ্ছবি চোখে পড়ে।

Trulli

কামারদের মধ্যে কেউ লোহা আগুনে গরম করছেন, কেউ বা সেই লোহাকে পিটিয়ে বিভিন্ন আকার দিচ্ছেন। আবার কেউ বা তৈরি হওয়ার জিনিসে ধার দিচ্ছেন।

এ সকল ধারালো সামগ্রীর মধ্যে ওজন মান ও প্রকারভেদে দাম নির্ধারণ করা হয়ে থাকে। একটি মাঝাড়ি ধরণের দা ও কাটারি তৈরি করে ওজন অনুযায়ী ২ শত ৫০ টাকা থেকে ৩ শত টাকা পর্যন্ত বিক্রয় হয়। ছুরি আকার ভেদে ১৫০ থেকে ২ শত টাকা পর্যন্ত বিক্রি হয়।

ক্রেতারা জানান, কয়েক দিন পরেই ঈদ। গরু ও ছাগল জবাই দিতে এবং মাংস কাটতে প্রয়োজন চাকু ও ছুরির। সে কারণে বাজারে এসেছি দা, বটি ও ছুরি কিনতে। জিনিসের দাম নাগালের মধ্যেই আছে।

সেরাজুল ইসলাম কামার জানান, লোহা পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা আমার পেশা, বাপ-দাদার পৈতিক সূত্রে আমি এই পেশায় জড়িত। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে যে কয়টি জিনিস তৈরি করি তা বিক্রয় করে খুব বেশি লাভ না হলেও পরিবার-পরিজন নিয়ে ডাল-ভাত খেয়ে বেচে থাকার স্বার্থে আদি এই পেশা আমি ধরে রেখেছি।

তবে সারাবছর কাজ-কর্মের ব্যস্ততা তেমন না থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে আমার কর্ম ব্যস্ততা বেড়ে গেছে। সারাবছর এই রকম কাজ থাকলে ভালই হত।

Adds Banner_2024

টুং টাং শব্দে ব্যস্ত সময় পার করছে রাজশাহীর কামাররা

আপডেটের সময় : ০৬:৪৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

দগদগে আগুনে গরম লোহা ও ইস্পাতের পিটাপিটিতে মুখর হয়ে উঠেছে রাজশাহীর কামারশিল্পের দোকানগুলোতে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে রাজশাহী নগরীর ভদ্রা, নাদিরমোড়, বহরমপুর কামার পট্টিতে গিয়ে কামারদের ব্যস্ততার প্রতিচ্ছবি চোখে পড়ে।

Trulli

কামারদের মধ্যে কেউ লোহা আগুনে গরম করছেন, কেউ বা সেই লোহাকে পিটিয়ে বিভিন্ন আকার দিচ্ছেন। আবার কেউ বা তৈরি হওয়ার জিনিসে ধার দিচ্ছেন।

এ সকল ধারালো সামগ্রীর মধ্যে ওজন মান ও প্রকারভেদে দাম নির্ধারণ করা হয়ে থাকে। একটি মাঝাড়ি ধরণের দা ও কাটারি তৈরি করে ওজন অনুযায়ী ২ শত ৫০ টাকা থেকে ৩ শত টাকা পর্যন্ত বিক্রয় হয়। ছুরি আকার ভেদে ১৫০ থেকে ২ শত টাকা পর্যন্ত বিক্রি হয়।

ক্রেতারা জানান, কয়েক দিন পরেই ঈদ। গরু ও ছাগল জবাই দিতে এবং মাংস কাটতে প্রয়োজন চাকু ও ছুরির। সে কারণে বাজারে এসেছি দা, বটি ও ছুরি কিনতে। জিনিসের দাম নাগালের মধ্যেই আছে।

সেরাজুল ইসলাম কামার জানান, লোহা পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা আমার পেশা, বাপ-দাদার পৈতিক সূত্রে আমি এই পেশায় জড়িত। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে যে কয়টি জিনিস তৈরি করি তা বিক্রয় করে খুব বেশি লাভ না হলেও পরিবার-পরিজন নিয়ে ডাল-ভাত খেয়ে বেচে থাকার স্বার্থে আদি এই পেশা আমি ধরে রেখেছি।

তবে সারাবছর কাজ-কর্মের ব্যস্ততা তেমন না থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে আমার কর্ম ব্যস্ততা বেড়ে গেছে। সারাবছর এই রকম কাজ থাকলে ভালই হত।