জাতীয়

নতুন করে মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির আবেদনের কোনো সুযোগ নেই: মন্ত্রী

জনপদ ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশ স্বাধীনের ৫৩ বছর হয়ে গেছে। এখন আর নতুন করে মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির আবেদনের কোনো সুযোগ নেই। এটি কোনো চলমান প্রক্রিয়া হতে পারে না।

আজ রোববার (৫ মে) সংসদে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, নতুন করে মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য বারবার আবেদনের সুযোগ দেয়া হয়েছে। যারা আবেদন করেছিলেন, যাচাই-বাছাই করে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা প্রায় সবাই ভাতা পেয়ে থাকেন। তবে কোনো মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির পরও যদি নির্দিষ্ট আবেদন ফর্মে ভাতার জন্য আবেদন না করে থাকেন, তাহলে সে মুক্তিযোদ্ধা ভাতা পাবেন না। এ ছাড়া কোনো জটিলতা বা ত্রুটির কারণে কেউ ভাতা না পেলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে ভাতা চালু হয়ে যায়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button