টপ স্টোরিজসারাবাংলা

বাঘ পরিবারে এলো নতুন দুই সদস্য

জনপদ ডেস্ক: চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ রাজ ও বাঘিনী পরীর ঘরে তিন নতুন অতিথি এসেছে। ৯ এপ্রিল জন্ম নেওয়া তিনটি শাবকের মধ্যে একটি মারা গেছে। জীবিত শাবক দুটিই মেয়ে প্রজাতির। এ নিয়ে বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৯-এ। ১৩টি স্ত্রী ও ৬টি পুরুষ প্রজাতির। এর মধ্যে পাঁচটি বিরল সাদা বাঘ রয়েছে।

২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকা ব্যয়ে রাজ-পরী নামে এক জোড়া বাঘ আনা হয়েছিল। এর আগে দীর্ঘ পাঁচ বছর চট্টগ্রাম চিড়িয়াখানা বাঘশূন্য ছিল। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানা দিন দিন সমৃদ্ধ হচ্ছে। ফলে ঈদ বিভিন্ন জাতীয় দিবস এবং বন্ধের দিন এ চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড় দেখা যায়। দর্শকের কাছে এটিই চট্টগ্রামের প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হচ্ছে। তিনি বলেন, চিড়িয়াখানার পাশে উদ্ধার করা প্রায় ১০ একর খাসজমিতে একটি বার্ডস পার্ক করা হবে। ইতোমধ্যে বিদেশ থেকে কিছু পাখি আনা হচ্ছে। চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, রাজ-পরীর ঘরে দুটি শাবক এলো। দুটি এখন সুস্থ এবং মায়ের কাছেই আছে। দুই মাস হলেই তাদের জনসম্মুখে নেওয়া হবে। এর মাধ্যমে ক্রমেই চিড়িয়াখানা সমৃদ্ধ হচ্ছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button