লাইফ স্টাইল

আজ স্বামীকে প্রশংসা করার দিন

জনপদ ডেস্ক: জীবন-যাপনে আর উদযাপনে কখনো কখনো একটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন পড়ে। এরই ধারাবাহিকতায় প্রতি বছর এপ্রিলের তৃতীয় শনিবার স্বামীর প্রশংসা দিবস বা ‘হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে’পালিত হয়। স্বামীর সময় এবং কাজকে মূল্যায়ন করার ভাবনা থেকেই এই দিবসের প্রচলন হয়েছে। তবে কবে, কোথায়, কে পালন শুরু করেছিল, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায় না।

এই দিনটি যেভাবে উদযাপন করতে পারেন:

স্বামীর যে গুণগুলো আছে সেগুলো সম্পর্কে তাকে বলুন।

তার পছন্দের খাবার রান্না করে দিতে পারেন।

তার প্রিয় রঙের কোনো পোশাক উপহার দিতে পারেন।

প্রিয় স্মৃতিগুলো নিয়ে গল্প করতে পারেন।

দুজনের মধ্যে কোনোকারণে অদৃশ্য দূরত্ব সৃষ্টি হয়ে থাকলে পরস্পরের প্রতি সহানুভূতি প্রকাশ করুন।

তার প্রতি অনুরাগ থেকে যদি কোনো নোটবুক বা ডায়েরিতে কিছু লিখে রেখে থাকেন, তাহলে সেটা তাকে আজ দেখাতে পারেন।

দুজন মিলে কোথাও ঘুরতে যেতে পারেন।

স্বামীর সঙ্গে সময় কাটানোর ফাঁকে ফাঁকে সঙ্গীকে মাঝে মাঝে ‘স্পেস’দিন। এতে সম্পর্কে বৈচিত্র্য ও সৌন্দর্য আসবে।

সূত্র: ডেইজ অব দ্য ইয়ার এবং ম্যারেজডটকম

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button