Lead Newsরাজশাহীসারাবাংলা

রেললাইনে ভটভটির ইঞ্জিন বিকল, ধাক্কা দিয়ে নিয়ে গেল ট্রেন

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ভাঙাড়ি ভর্তি ভটভটি দুমড়ে মুচড়ে গেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে রাজশাহী নগরীর বুধপাড়া গণির ঢালান মোড়ের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি থেমে যায়। পরে স্থানীয়রা ভটভটিটি রেললাইন থেকে সড়িয়ে নিলে ট্রেন ছেড়ে যায় খুলনার উদ্দেশ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  ভাঙাড়ি ভর্তি ভটভটিটি রেললাইনের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে যাচ্ছিল। রেলক্রসিংয়ে ওঠার পর ভটভটিটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এরপর কপোতাক্ষ ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ভটভটিটি আধা কিলোমিটার ঢেনে নিয়ে চলে যায় ট্রেন।

স্থানীয় বাসিন্দা নূর ইসলাম জানান, রেলক্রসিংয়ে ভটভটি আটকে যাওয়ার পর চালক ও হেলপার নেমে পালিয়ে যান। এরপর ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ভটভটি আটকে যায়। প্রায় আধা কিলোমিটার ভটভটিটি টেনে নিয়ে যায় ট্রেন।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button