Lead Newsসারাবাংলা

রাজশাহী জেলা সমিতি ঢাকার উদ্যোগে ইফতার মাহফিলে মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলা সমিতি ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৩ মার্চ) ঢাকা মিরপুর পুলিশ স্টাফ কলেজে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহায়তায় আমি রাজশাহীকে একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি, মানুষকে দেখাতে পেরেছি। রাজশাহীর এই সুনাম ও অর্জন ধরে রাখতে চাই। রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন ও বিমান যোগাযোগ চালু করতে চাই। এ কাজ অনেক দূর এগিয়েছে। রাজশাহীকে দেশের মধ্যে প্রথম স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে কাজ চলমান রয়েছে।

সিটি মেয়র আরো বলেন, রাজশাহী জেলা সমিতি, ঢাকা কর্তৃক আয়োজিত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের উদ্যোগকে স্বাগত জানাই। আগামীতে আরো বড় পরিসরে বিভিন্ন প্রোগ্রাম করা হবে।

রাজশাহী জেলা সমিতি, ঢাকার সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এম.এম মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা সমিতি, ঢাকার দোয়া ইফতার মাহফিল কমিটির আহব্বায়ক ও বাংলাদেশ পুলিশ সিআইডির অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামান দোলা, রাজশাহী জেলা সমিতি, ঢাকার সহ-সভাপতি ও বাংলা ক্যাট বাংলা ট্রাক লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর মিসেস নাজমা হক, সহ-সভাপতি-৩ ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক, রাজশাহী জেলা সমিতি, ঢাকার সভাপতি নাজিম আসাদুল হক, সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button