খুলনাসারাবাংলা

সুইডেনের রাজকন্যা খুলনা আসছেন মঙ্গলবার, সাজ সাজ রব

জনপদ ডেস্ক: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফরে আসছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। ১৮-২১ মার্চ তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এর মধ্যে, মঙ্গলবার (১৯ মার্চ) খুলনার সুন্দরবনসংলগ্ন উপকূলীয় কয়রা উপজেলা পরিদর্শনে যাবেন। এ উপলক্ষে কয়রায় বিরাজ করছে সাজ সাজ রব।

জানা যায়, উপকূলীয় অঞ্চলে পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজনের জীবনমান নিজের চোখে দেখা, লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ডিজিটালাইজেশন দেখা, মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন, এসডিজি বাস্তবায়নে অগ্রগতি এবং চলমান কয়রার দুর্যোগ কবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন করবেন ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া।

এদিকে, সুইডেনের রাজকন্যার আগমন ঘিরে পুরো এলাকাজুড়ে নিরাপত্তার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। তার পরিদর্শনের জায়গাগুলো পরিপাটিভাবে সাজানো-গোছানোর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সুইডেনের রাজকন্যা আমাদের এলাকায় আসছেন। এটা আমা‌দের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাকে স্বাগত জানাতে ইউনিয়ন পরিষদ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সাজানো হয়েছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমন ঘিরে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশের পাশাপাশি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম তারিক-উজ-জামান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাষ্ট্রীয় অতিথিকে বরণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

খুলনার জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াছির আরেফিন বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবে ১৮-২১ মার্চ সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বাংলাদেশে অবস্থান করবেন। এর মধ্যে, ১৯ মার্চ তিনি বাংলাদেশের সর্ব দক্ষিণে সুন্দরবনসংলগ্ন উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলা পরিদর্শন করবেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button