কক্সবাজার

চকরিয়ায় যুবলীগের ২ নেতাকে কুপিয়ে জখম

জনপদ ডেস্ক: নামাজ শেষে বাসায় ফেরার পথে কক্সবাজারের চকরিয়ায় দুই যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল ‍শুক্রবার রাত ৯টার দিকে চকরিয়া পৌরশহরের ম্যাক্স হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসনগীর হোছাইন ও যুবলীগের সিনিয়র সহসভাপতি বেলাল উদ্দিন কামরান। তারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত হাসনগীরের বড় ভাই আওয়ামী লীগ নেতা এস.এম আলমগীর হোছাইন বলেন, ‘গতকাল রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন হাসনগীর ও কামরান। তারা পৌরশহরের ম্যাক্স হাসপাতালের সামনে পৌঁছালে পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীরের নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী পেছন থেকে তাদের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা হাসনগীর ও কামরানের মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

অভিযোগ করে তিনি আরও বলেন, ‘আমার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের একটি পক্ষ দীর্ঘদিন ধরে আমার পরিবারের ওপর ষড়যন্ত্র করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে পরিকল্পিতভাবে পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীরের নেতৃত্বে গতকাল এ হামলার ঘটনা ঘটে।’

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীরকে ফোন দেওয়া হলে তিনি ফোন ধরেননি।

এদিকে হামলার পরপরই বিক্ষোভ মিছিল বের করেন চকরিয়া উপজেলা ও পৌরসভা যুবলীগের নেতারা। ওই মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, আওয়ামী লীগ নেতা এসএম আলমগীর হোছাইন।

এ সময় নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য অনুরোধ করেন তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘সম্প্রতি সোসাইটি বায়তুল মাওয়া জামে মসজিদ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। মসজিদের বিরোধী পক্ষ আমাদের পক্ষের লোকজনকে নানভাবে হুমকি দিয়ে আসছে। এর আগেও পৌরসভা যুবলীগের সভাপতি হাসনগীরের ওপর হামলার চেষ্টা করেছে। সর্বশেষ গতকাল রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে হাসনগীর ও কামরানের ওপর হামলা চালায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী।’

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কি কারণে হামলার ঘটনা ঘটেছে আমরা তদন্ত করছি। ঘটনাস্থলের আশপাশে কোন সিসি ক্যামরা আছে কিনা যাচাই করে দেখছি। যদি ভিডিও ফুটেজ পাওয়া যায় তাহলে হামলায় জড়তিদের শনাক্ত করা সহজ হবে।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button