অপরাধসারাবাংলা

ঈদ সামনে রেখে জালনোট তৈরি, প্রতারক আটক

জনপদ ডেস্ক: বাগেরহাটে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের জাল নোটসহ ফয়সাল ইউনুস (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) বিকালে শহরের দশানীস্থ এক ভবনের ৬ তলার একটি কক্ষ থেকে ওই প্রতারককে আটক করা হয়। এসময় ১৬ লাখ টাকা মূল্যের জাল নোট, জাল টাকা তৈরির মেশিন, রং, কাগজ ও বিভিন্ন ধরনের ফর্মা উদ্ধার করা হয়।

আটক ফয়সাল ইউনুস কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের বারদাড়িয়া এলাকার মৃত মহিউদ্দিন শেখের ছেলে। তিনি চার মাস আগে কামাল হোসেনের ভবনে ৬ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি স্বপন কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা মূল্যের জাল নোট, জাল টাকা তৈরির মেশিন, রং, কাগজ ও বিভিন্ন ধরনের ফর্মা উদ্ধার করা হয়েছে।

ঈদকে সামনে রেখে প্রতারক চক্র জাল টাকা তৈরি করছিলেন। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button