Lead Newsআন্তর্জাতিক

নাইজেরিয়ায় রোজা ভাঙায় ১১ জন গ্রেপ্তার

জনপদ ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশে ‘হিসবাহ’ নামে পরিচিত ইসলামিক পুলিশ রমজানের রোজা ভঙ্গ করার অভিযোগে ১১ মুসলমানকে গ্রেপ্তার করেছে।

হিসবাহের মুখপাত্র লাওয়াল ফাগে বাজারের কাছে ১০ জন পুরুষকে এবং একজন নারী চিনাবাদাম বিক্রেতাকে খাওয়ার জন্য গ্রেপ্তারের কথা জানান।

ফাগে বলেন, আমরা মঙ্গলবার ১১ জনকে পেয়েছিলাম যার মধ্যে একজন নারী চিনাবাদাম বিক্রি করছেন তাকে খেতে দেখা গেছে। অন্য ১০ জন পুরুষকে শহরের বিশেষ করে বাজারের কাছাকাছি থেকে গ্রেপ্তার করা হয়। খাবার বা পানীয় পরিহার করার প্রতিশ্রুতি দেওয়ার পরে ১১ অভিযুক্তকে পরে তাদের অপরাধ থেকে খালাস দেওয়া হয়।

ফাগে আরও বলেন, অমুসলিমরা যদি রোজার সময় মুসলমানদের কাছে খাবার বিক্রি করতে দেখা যায় তবে তাদের গ্রেপ্তার করা হবে।

ফাগে বলেন, আমরা অমুসলিমদের গ্রেপ্তার করি না তবে শুধুমাত্র একটি অপরাধের জন্য তারা দোষী হতে পারে যখন আমরা জানতে পারি তারা মুসলমানদের কাছে বিক্রি করেছে।

সূত্র: বিবিসি

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button