অর্থনীতি

এস আলমের থেকে ১০৭ কোটি ৬০ লাখ টাকার চিনি কিনছে সরকার

জনপদ ডেস্কঃ রিফাইনড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের থেকে আট হাজার মেট্রিক টন চিনি কিনছে সরকার। প্রতি কেজি ১৩৪ টাকা ৫০ পয়সা দরে এই চিনি কিনতে ব্যয় হবে ১০৭ কোটি ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) অনুষ্ঠেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

প্রস্তাবনা বলছে, রমজানে টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে চিনি সরবরাহ অব্যাহত রাখতে অভ্যন্তরীণ বাজার থেকে এই পরিমাণ চিনি কিনবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ চিনি সরবরাহ করবে বিক্রেতা প্রতিষ্ঠানটি। এছাড়া বিদেশিদের জন্য ই-ভিসা চালু করার জন্য ই-ভিসা সিস্টেম প্রতিষ্ঠা ও ১০ বছরের জন্য রক্ষণাবেক্ষণে সুরক্ষা সেবা বিভাগের ১৬০ মিলিয়ন ডলার ব্যয়ের প্রস্তাবনাও উঠছে এদিনের সভায়। ১৬০ মিলিয়ন ডলার ব্যয়ে বিদেশিদের জন্য ই-ভিসা চালু করছে সরকার।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button