জয়পুরহাটসারাবাংলা

জয়পুরহাট জেলা হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে আগুন। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আগুন লেগেছে। শুক্রবার (৮ মার্চ-২০২৪) রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে আগুনের সূত্রপাত হয় আগুনের খবর পেয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় ভর্তি রোগীদের মধ্যে আগুনের আতঙ্কে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন লেগে ধোঁয়া দেখা যাওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে। অনেকে ওয়ার্ড ছেড়ে বাইরে যান। কিছু সময় পর আগুন নিভিয়ে ফেলা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হননি।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো: শরীফুল ইসলাম বলেন, রাত ১টা ১৪ মি: আমরা খবর পাই। দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। শুধুমাত্র তত্ত্বাবধায়কের কক্ষে আগুন ছিল। আমরা দুটি ইউনিট কাজ করেছি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনের খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসকে জানানো হয়। পাশা-পাশি ডিবি ও থানা পুলিশ ঘটনাস্থলে আসে। সবাই একসাথে কাজ করার কারণে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষের ভেতরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button