স্বাস্থ্য ও চিকিৎসা

কোয়ান্টামে স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে

জনপদ ডেস্ক: নিয়মিত-অনিয়মিত মিলিয়ে কোয়ান্টামের স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। ২০০০ সালে কোয়ান্টাম ল্যাব প্রতিষ্ঠার পর থেকে গত মার্চ মাস পর্যন্ত ২৪ বছরে কোয়ান্টামের স্বেচ্ছা রক্তদাতা হিসেবে রক্তদানে অংশ নিয়েছেন ৫ লক্ষ ৭ শত ৮৯ জন। নানা আয়োজনের মধ্যদিয়ে বর্তমানে প্রতি মাসে ২ হাজারেরও বেশি নতুন রক্তদাতাকে রক্তদানে উদ্বুদ্ধ করছে কোয়ান্টাম।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি) কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে এসব কথা জানান বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানে কমপক্ষে ৩, ১০, ২৫ এবং ৫০ বার রক্ত দিয়েছেন- এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক নাহার আল বোখারী। স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান।

এসময় স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষ থেকে অনুভূতির কথা জানান ৫০ বার দানকারী রক্তদাতা মুহাম্মদ দৌলত আল রশিদ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা আয়েশা আক্তার আঁখি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের দুই যুগের এ যাত্রায় স্বেচ্ছা রক্তদাতাদের দানের কারণেই মূলত বিভিন্ন সময়ে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এ বছর মার্চ পর্যন্ত ১৫ লক্ষ ৯৭ হাজারের বেশি ইউনিট রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করতে পেরেছে কোয়ান্টাম ল্যাব। রক্তের প্রয়োজনে বর্তমানে গড় সরবরাহ বছরে ১ লক্ষেরও বেশি ইউনিট।

অনুষ্ঠানে স্বেচ্ছা রক্তদাতাদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দেশে রক্ত চাহিদা পুরোপুরি মেটাতে তরুণ প্রজন্মের স্বেচ্ছা রক্তদাতাদের এগিয়ে আসার মানবিক আহ্বান জানান আলোচকরা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button