দিনাজপুরসারাবাংলা

ভারতীয় যুবক কারাভোগ শেষে দেশে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরঃ মাদক চোরাকারবারি ও অবৈধ অনুপ্রবেশ মামলায় এক বছর কারাভোগের পর ভারতে ফিরে গেলেন দিদারুল ইসলাম (২৬) নামের এক ভারতীয় যুবক।

আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় দিনাজপুরের হিলি সীমান্তের শুণ্যরেখা মেইন পিলার ২৮৫ /১১এস পিলারের কাছে হিলি ইমিগ্রেশন পুলিশ ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। এসময় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।

আটককৃত যুবক দিদারুল ইসলাম ভারতের দক্ষিণ দিনাজপুর ভীমপুর খারুন এলাকার সামসুল ইসলামের ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, গত ২০২২ সালের আগস্ট মাসে বিরামপুর উপজেলা ভাইগড় সীমান্ত এলাকায় দিয়ে মাদকদ্রব্য পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) হাতে আটক হয় দিদারুল ইসলাম।

আটকের পর তাকে পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বছর ও মাদক মামলায় এক বছর সাজা প্রদান করে আদালত।

একই সাথে দুই মামলার সাজা চলায় এক বছরে তার সাজার মেয়াদ শেষ হলে শনিবার তাকে হস্তান্তর করা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button