অপরাধসারাবাংলা

অবৈধভাবে মাটি উত্তোলন করায় ১১ জনের কারাদণ্ড

জনপদ ডেস্ক: চাঁদপুরের হাইমচরের অবৈধভাবে মাটি উত্তোলন করার সময় ১টি স্কেভেটর, ১টি বাল্কহেড ও ১টি পন্টুন জব্দসহ ১১ জন ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার বিকেল সাড়ে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাফিউল কিঞ্জল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সদস্যরা হাইমচর উপজেলার ভৈরবী এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় মাটিকাটার কাজে ব্যবহৃত ১টি স্কেভেটর, ১টি বাল্কহেড ও ১টি পন্টুন জব্দসহ ১১ জন ব্যক্তিকে আটক করেন।

সোমবার বিকেল ৪টায় চাঁদপুরের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

তিনি আরও জানান, জব্দকৃত স্কেভেটর, বাল্কহেড ও পন্টুন চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের কর্মকর্তাদের হেফাজতে চাঁদপুরে রাখা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button