পঞ্চগড়সারাবাংলা

পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে ৯.৩ ডিগ্রিতে

জনপদ ডেস্ক: পঞ্চগড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রা ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বাড়লেও জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল একই সময়ে এখানে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্‌ বলেন, গত দুই দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে শীত পুরোপুরি কমেনি। এখনো মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তবে, শীত কিছুটা কমেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা ওঠানামা করতে পারে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button