আন্তর্জাতিকজনপদ ডেস্ক

আইসল্যান্ডে আগ্নেয়েগিরির অগ্নুৎপাত

জনপদ ডেস্কঃ দেশটির মাছধরার শহর গ্রিন্ডাভিক থেকে প্রায় চার হাজার মানুষকে আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কাছের ব্লু লেগুন জিওথার্মাল স্পা।

গত কয়েক সপ্তাহ ধরে ক্রামগত কেঁপে কেঁপে ওঠার পর সোমবার থেকে আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে রেইকানেস উপদ্বীপে একটি আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে লাভা উদ্গীরণ শুরু হয়েছে।

বিবিসি জানায়, আইসল্যান্ডের মাছধরার শহর গ্রিন্ডাভিক থেকে প্রায় চার হাজার মানুষকে আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কাছের ব্লু লেগুন জিওথার্মাল স্পা।

স্থানীয় সময় ২২:১৭ মিনিটে (জিএমটি ২২:১৭) শহরের উত্তর দিক থেকে লাভা উদ্গীরণ শুরু হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

রাজধানী রেইকাভিক এর চারপাশ ঘিরে থাকা ওই অঞ্চলে গত অক্টোবর থেকে ঘন ঘন ভূমিকম্প শুরু হয়। তখনই বোঝা যাচ্ছিল যেকোনো সময় শুরু হবে লাভা উদ্‌গীরণ।

সামাজিক যোগোযোগ মাধ্যমে লাভা উদ্গীরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। উদ্গীরণ ঠিক কোথায় হচ্ছে এবং সেটির আকার কেমন তা পর্যবেক্ষণ করতে সেখানে কোস্টগার্ডের একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, গ্রিন্ডাভিক থেকে প্রায় চার কিলোমিটার দূরে লাভ উদ্গীরণ হচ্ছে। এবং ভূমিতে ফাটল শহরের দিকে অগ্রসর হচ্ছে।

আগ্নেয়গিরি থেকে যে ফাটল দিয়ে লাভার স্রোত বয়ে চলেছে তা প্রায় সাড়ে তিন কিলোমিটার লম্বা। সেখান দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ১০০ থেকে ২০০ কিউব মিটার লাভা বয়ে চলেছে।

যা গত কয়েক বছরে রেইকানেস উপদ্বীপে হওয়া উদ্গীরণের চেয়ে বহুগুণ বেশি।

সিভিল ডিফেন্সের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জাতীয় সম্প্রচার মাধ্যম আরইউভি কে বলেন, “উদ্গীরণ খুব দ্রুত হচ্ছে এবং মনে হচ্ছে এবার বেশ বড় আকারে হবে।”

গ্রিন্ডাভিক থেকে প্রায় ৪২ কিলোমিটার উত্তরপূর্বে রাজধানী রেইকাভিক থেকেও উদ্গীরণ দেখা যাচ্ছে।

রাজধানীর একজন বাসিন্দা বিবিসিকে বলেন, গ্রিন্ডাভিকের দিকে আকাশের প্রায় অর্ধেকটা ‘লাল হয়ে জ্বলছে’। বাতাসে ধোঁয়াও ছড়িয়ে পড়ছে বলে জানান তিনি।

পুলিশ জনগণকে উদ্গীরণের এলাকা থেকে দূরে থাকতে বলেছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button