সাহিত্য

স্বপ্ন দিয়ে সাজানো শহর রাজশাহী!

অবসরের সন্ধ্যা, রাজশাহী শহর উজ্জ্বল
চলে আসে নিয়ন আলোর সাথে ফুলের সৌরভ

শহরের হাওয়া ধূসর ফাঁদে ভাসে,
মানুষের হাসি ময়না জাগে
স্বপ্নের শহর চর্মচোখে ভাসে।

চলন্ত রাস্তার মধ্যে লুকিয়ে আছে
অনেকগুলি গলি, অনেকগুলি পথ, অনেক গল্পের কাছে।

চলে যাওয়ার পথে থাকে স্মৃতির স্তব্ধ চোখ,
পুরানো জগতের রঙিন বসন্তের মেলা,
সবার হৃদয়ে আনন্দের ছড়া।

এই নগরের স্থায়ী মেঘের মধ্যে লুকিয়ে আছে
স্থায়ী স্মৃতির বৃষ্টি, আছে জড়িয়ে কামরুজ্জামানের স্বপ্ন সমুদ্রের মৃদু কথা।

রাজশাহী শহরে ছুটে আসলে মনে হয়
এ স্থায়ী পরিচয় আমাদের নিজের হৃদয়ে ছড়া।

ওয়ালিউর শেখ

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button