Breaking Newsআবহাওয়াখুলনা

নিম্নচাপে খুলনায় বৈরী আবহাওয়া

জনপদ ডেস্ক: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে খুলনাসহ উপকূলীয় অঞ্চলে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। মাঝে মধ্যে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। নদীতে স্বাভাবিক জোয়ারের তুলনায় পানি বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খুলনা আবহাওয়া অফিস।

খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানান, গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার রাত থেকে গুড়ি গুড়ি ও শুক্রবার সকাল থেকে মাঝারি থেকে ভারী আকারে বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল শনিবার (১৮ নভেম্বর) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়ায় ভোগান্তি পড়েছে নিম্নআয়ের মানুষ। হঠাৎ বৃষ্টিতে কাজে বের হতে পারেননি দিনমজুর, শ্রমিক শ্রেণির মানুষরা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহন চলাচল সীমিত রয়েছে। তবে জরুরি প্রয়োজনে বাইরে বের হয়ে অনেকেই কাকভেজা হয়ে ঘরে ফিরেছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button