কুড়িগ্রামসারাবাংলা

ভূরুঙ্গামারীতে বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাগভান্ডার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য পাচার,চোরাচালান বন্ধ করা, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচলনা সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

রংপুর সেক্টর কমান্ডার উপ-পরিচালক ইয়াছির জাহান হোসেন পিএসসি বিজিবির ৩৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে ভারতীয় বিএসএফের গোপালপুর সেক্টরের ডিআইজি ওয়াই.ডি ভাসিষ্ট ভারতের কুচবিহার ও গোপালপুর সেক্টরের ৪১ সদস্যদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button