গাইবান্ধাসারাবাংলা

দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

জনপদ ডেস্কঃ গাইবান্ধায় দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতে মামলার আবেদন করেন গাইবান্ধা শহরের জ্যোতি প্রভা ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী দীপক কুমার রায়। পরে বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১২ নভেম্বরের মধ্যে গাইবান্ধা সদর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি রবিন সেন এবং প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি জাভেদ হোসেন।

সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার খালেদ হোসেন বলেন, এক নারী জ্যোতিপ্রভা ট্রেনিং ইনস্টিটিউটের মালিক দীপক কুমার রায়ের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ধর্ষণ ও সাইবার ক্রাইমের অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেছেন। সাংবাদিকেরা এখানে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তাদের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এটা দুঃখজনক। অবিলম্বে তিনি মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

অভিযুক্ত সাংবাদিক জাভেদ হোসেন বলেন, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এক নারী গাইবান্ধা সদর থানায় দীপক কুমার রায়ের বিরুদ্ধে ধর্ষণ ও সাইবার ক্রাইমের অভিযোগ করেন। সেই অভিযোগের কপি তিনি সাংবাদিকদের দেন। ওই অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করা হয়। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির উদ্দেশ্যে দীপক কুমার রায় রংপুরের সাইবার ট্রাইবুনাল আদালতে মামলাটি করেছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button