সারাবাংলাসিলেট

সিলেট সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা শুরু

জেনপদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় সিলেটের দক্ষিণ সুরমা চন্ডিপুলস্থ একটি ইন্টারন্যাশনাল কনভেশন হলে রুমে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বাজেটের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জানা যায়, গত ২০২২-২৩ অর্থবছরে ১০৪০ কোটি ২০ লাখ ৪৩ হাজার টাকা আয় ও সমপরিমাণ টাকা ব্যয় ধরে বাজেট প্রণয়ন করা হয়েছে। এর আগে ২০২১-২২ অর্থবছরের জন্য সিসিকে সমপরিমাণ আয় ও ব্যয় ধরে মোট ৮৩৯ কোটি ২০ লাখ ৭৬ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছরের ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন আইন) ২০০৯-এর ৬ ধারা মোতাবেক ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button