সারাবাংলা

বগুড়ায় ক্রেতাদের ঠকানোর অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জনপদ ডেস্কঃ বগুড়ায় ওজনে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে তিন দই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বেলা ১১টায় শহরের সাতমাথায় চিনিপাতা দইঘর, আলহাজ্ব মহরম আলী ও আদী আসল মহরম আলী দই ঘরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, শহরের সাতমাথায় অবস্থিত বিভিন্ন দইয়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় চিনিপাতা দই ঘরে দইয়ের মোড়কে ওজন ৬৫০ গ্রাম লেখা থাকলেও প্রকৃতপক্ষে ৫৩০ গ্রাম পাওয়া যায়। প্রতিটি দইয়ে ওজনে ১৩০ গ্রাম কম দেয়া হচ্ছে।

এছাড়াও আলহাজ্ব মহরম আলী দই ঘর এবং আদী আসল মহরম আলী দইঘরেও ওজনে কম পাওয়া যায়। এ অপরাধে চিনিপাতা দইঘরকে ৭ হাজার, আলহাজ্ব মহরম আলী দই ঘরকে ৬ হাজার ও আদী আসল মহরম আলী দই ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ীদের এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button