জাতীয়

অক্টোবরে ইলিশ ধরা বন্ধ থাকবে ২২ দিন

জনপদ ডেস্ক: আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ২২ দিন ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার।

বুধবার এ লক্ষ্যে বৈঠকে বসবে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটি।

রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ ও মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৈঠক থেকে ইলিশ ধরা বন্ধ চলাকালীন জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তার ঘোষণাও দেওয়া হবে।

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে জেলেদের হাত থেকে ডিমওয়ালা ইলিশ রক্ষা করতে প্রতিবছরই নিষেধাজ্ঞা দেয় সরকার।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button