ক্যাম্পাস

ইবি কর্মকর্তা সমিতির সভাপতিকে হেনস্তা

নিজস্ব প্রতিবেদক, ইবি: চাকরিতে ৬২ বছর ও পোষ্য কোটায় ভর্তিতে শর্ত শিথিলসহ বিভিন্ন দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতি চলছে। কর্মবিরতির ১৬ দিনের মাথায় আজ মঙ্গলবার হেনস্তার স্বীকার হয়েছেন কর্মকর্তা সমিতির সভাপতি এটি এম এমদাদুল ইসলাম।

জানা যায়, আন্দোলন প্রক্রিয়া নিয়ে আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। বিভক্ত থেকেই প্রশাসনপন্থী কর্মকর্তারা হেনস্তা করেছেন কর্মকর্তা সমিতির সভাপতিকে। হেনস্তার নেতৃত্ব দিয়েছে উপ রেজিস্ট্রার হান্নান, জিল্লু, মনিরুল ও মোর্শেদ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রলীগের কর্মীরা হুমকি ধামকি দেন কর্মকর্তা সমিতির সভাপতিকে।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এটি এম এমদাদুল ইসলাম বলেন, আমাদের লাগাতার আন্দোলনকে ভিন্নখাতে নেওয়ার জন্য প্রশাসন এ নানান ঘটনার ইন্ধন দিচ্ছে। আমরা আমাদের দাবির পক্ষে অনড়। আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button