কক্সবাজারসারাবাংলা

রোহিঙ্গা শিবিরে আরসা-আরএসও সংঘর্ষ, নিহত দুই

জনপদ ডেস্কঃ কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা শিবিরে‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই আরসা সন্ত্রাসী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২ ব্লকের ২ নম্বর পাহাড়ের সামনে খেলার মাঠে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের মৃত গফুর আহমদের ছেলে নুর মোহাম্মদ (১৭) এবং বালুখালী ৭ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের আহমেদ হোসেনের ছেলে শামসু আলম (২৩) নিহত হয়েছেন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে জানিয়ে শেখ মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২ ব্লকের ২ নম্বর পাহাড়ের সামনে খেলার মাঠে আরসা ও আরএসও’র ২০/৩০ জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থানের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মধ্যে আধা-ঘণ্টার বেশি থেমে থেমে গুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নুর মোহাম্মদের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় হাসপাতালে মারা যান শামসু আলম।

শেখ মোহাম্মদ আলী জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button