সারাবাংলাসিলেট

দেবরের ছেলেকে বিষপানে হত্যা, নারীর যাবজ্জীবন

জনপদ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় দেবরের ছেলেকে বিষপানে হত্যার দায়ে সুমানা আক্তার সুরমা (৩৫) নামের এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালত এবং বিশেষ ট্রাইব্যুনালের (৬) বিচারক মো. আক্তার হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩ ডিসেম্বর কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের সৌদিপ্রবাসী নজরুল ইসলামের দেড় মাসের শিশুপুত্র নাদিম আহম্মেদকে কীটনাশক খাইয়ে হত্যা করেন সুরমা।

দেবরের স্ত্রীর প্রতি প্রতিহিংসা থেকে তিনি এ নির্মম ঘটনা ঘটান। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সুরমা।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন নুর আহমেদ ও বাদীপক্ষের আইনজীবী ছিলেন এ পি পি মোস্তফা দেলোয়ার আল-আজহার।

আইনজীবী এ পি পি মোস্তফা দেলোয়ার আল-আজহার কালের কণ্ঠকে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘প্রবাসীর স্ত্রী তার বাবার বাড়ি থেকে সন্তানকে দেখাতে শ্বশুরবাড়ি আসেন।

ওই দিন মাগরিবের পর শিশু নাদিমকে নিজের কাছে রেখে সুমি বেগমকে রান্নাঘরে পাঠিয়ে দেন ঘাতক সুরমা। এর কিছুক্ষণ পর সন্তানের কান্না শুনে সুমি গিয়ে দেখেন নাদিমের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। পরে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button