সারাবাংলাসুনামগঞ্জ

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, নিহত ১

জনপদ ডেস্কঃ সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার নলজুর নদের কাটাগাঙ্গের বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন চালকে সহকারী।

আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম ফারুক আহমদ (৪২)। তার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে। নিখোঁজ সহকারীকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমেন্ট বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে সুনামগঞ্জ আসছিল। অতিরিক্ত ভার বহনকারী ট্রাকটি জগন্নাথপুর কাটাগাঙের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে উঠলে সেটি ভেঙে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে চালক ও তার সহকারী। এর মধ্যে চালকের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। তবে সহকারী এখনো নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগন্নাথপুর থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছে।

বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সুনামগঞ্জ জেলা পুলিশের এএসপি (জগন্নাথপুর সার্কেল) সুভাষ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button