রাজনীতি

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

জনপদ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠানো নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা জানি না কোনো দেশের প্রিজনারকে বিদেশে পাঠায় কি না।

আজ রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রীর কাছে এসময় জানতে চাওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে কি না- এমন প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, আমরা জানি না কোনো দেশের প্রিজনারকে (বন্দি) বিদেশে পাঠায় কি না।

প্রশ্নকারী সাংবাদিককে তিনি বলেন, আপনি কী জানেন কোনো দেশ, তার দেশের প্রিজনারকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায়? যদি পাঠিয়ে থাকে আমাকে বলবেন। এখানে দেশের সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে। আর প্রিজনারকে বিদেশে পাঠায় কি না আমার জানা নেই। আপনি যদি জানতে পারেন, তাহলে উই উইল ওয়েলকাম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button