আইন ও আদালতরাজনীতি

ছাত্রদলের ৬ নেতাসহ ১৮ জনকে গ্রেফতারের কথা জানাল ডিবি

জনপদ ডেস্কঃ রাজধানীর লালবাগ থেকে গতকাল শনিবার তুলে নেওয়া ছাত্রদলের ৬ নেতাসহ বিএনপির মোট ১৮ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদসহ (রবিন) ১২ জনকে নাইটিঙ্গেল মোড় ও বিএনপি কার্যালয়ের আশপাশের এলাকা থেকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী তাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তবে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ ছাড়া গত রাতে গ্রেপ্তার বাকি ১১ জনের নাম সংবাদ সম্মেলনে ডিবি প্রকাশ করেনি। গ্রেফতার ১৮ জনের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দু’টি মামলা হয়েছে বলে জানায় ডিবি।

খোন্দকার নুরুন্নবী বলেন, ‘বিএনপির নেতা রবিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। পুরাতন একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ আদালতে পাঠানো হবে।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button