নির্বাচনসারাবাংলা

‘সমালোচনা এড়াতে কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে’

জনপদ ডেস্কঃ সমালোচনা এড়াতে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

আজ রোববার (২০ আগস্ট) নির্বাচন কমিশন কার্যালয়ে একথা জানান তিনি।

রাশেদা সুলতানা বলেন, সুষ্ঠু ভোটের জন্য নতুন নতুন পথ খুঁজছে নির্বাচন কমিশন। কেন্দ্রের নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। এ ছাড়াও সমালোচনা এড়াতে কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে।

তিনি বলেন, ২০১৮ সালে রাতে ভোট হয়েছে, এই সমালোচনা এড়াতে এবার ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট বাক্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বড় দুর্যোগ না হলে সময়মত ভোট হবে। আর তাতে বিএনপি অংশ নেবে বলেও আশা করছি।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো চাপে নেই কমিশন। নির্বাচন করতে যা যা দরকার তার সব প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে অক্টোবরে। এবার অন্তত ১৩ লাখ লোক দরকার হবে। শুরুতে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button