বগুড়াসারাবাংলা

বগুড়ায় ডিসি অফিসের রেকর্ড রুমে আগুন

জনপদ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের জরাজীর্ণ রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ ঘটনায় কিছু পুরনো নথিপত্র পুড়ে গেছে। সেখানে কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম দুটি তদন্ত কমিটি গঠন করেছেন।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩টার দিকে ডিসি অফিসের নিচতলায় রেকর্ড রুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আগুনে রেকর্ড রুমে থাকা সরকারি বিভিন্ন দফতরের গুরুত্বপূর্ণ নথি, জমি অধিগ্রহণের কাগজপত্র, সিএস, এমআর খতিয়ানের ফাইলপত্রের মধ্যে কিছু কাগজপত্রের অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

বগুড়া গণপূর্ত বিভাগের ইলেক্ট্রিশিয়ান আবদুর রউফ জানান, রেকর্ড রুমের ড্যাম ছাদ থেকে পানি চুইয়ে বিদ্যুতের তারের ওপর পড়লে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ এ ঘটনাকে ‘স্যাবোটাজ’ বলছেন। তাদের ধারণা, ওই দফতরের অসাদু কর্মকর্তা-কর্মচারীরা মূল্যবান রেকর্ড ধ্বংস করতেই নিজেরা আগুন দিয়েছে। আবার কেউ কেউ বলেছেন, জেলা প্রশাসকের কার্যালয়ে অনেক আধুনিক ভবন থাকলেও জীর্ণ, ড্যাম ভবনে রেকর্ড রুমের কার্যক্রম চলে। যা মোটেই উচিত নয়।

সরকারের গুরুত্বপূর্ণ নথিপত্র এমন জীর্ণ ভবনে রাখা প্রসঙ্গে এডিসি আল মারুফ জানান, রেকর্ড রুম ভালো আছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের পানি ছিটানোর কারণে খারাপ দেখাচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন জানান, নিষ্পত্তি হওয়া অনেক পুরনো কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে এমআর, সিএস খতিয়ানের কোনও সমস্যা হয়নি।

এডিসি মারুফ জানান, রেকর্ড রুমে আগুন লাগার ঘটনায় জেলা প্রশাসক দুটি তদন্ত কমিটি গঠন করেছেন। এডিসি (রাজস্ব) নিলুফা ইয়াসমিনের নেতৃত্বে গঠিত কমিটি রেকর্ড রুমে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিরূপণ করবে। এ ছাড়া এডিএম আফসানা ইয়াসমিনের নেতৃত্ব গঠিত তদন্ত কমিটি রেকর্ড রুমে আগুন লাগার কারণ উদঘাটনে কাজ করবে।

জেলা প্রশাসক জানান, রেকর্ড রুম থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে জানানো হয়। রুমের ফলস ছাদের ওপর কিছু পুরনো নথিপত্র ছিল। তার আংশিক বা অর্ধেক পুড়ে গেছে। তবে কোনও কাগজ পুরোপুরি পুড়ে যায়নি।

তিনি আরও জানান, এ বিষয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্ট পেলে সবকিছু নিশ্চিত হওয়া যাবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button