আন্তর্জাতিক

ওমরাহযাত্রীদের কাবা চত্বরে না ঘুমাতে অনুরোধ সৌদির

জনপদ ডেস্ক: হজ ও ঈদুল আজহার পর গত জুলাই থেকে ফের শুরু হয়েছে ওমরাহর মৌসুম। ওমরাহ করতে আসা যাত্রীদেরকে কাবা চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়েছে সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয় থেকে এক টুইটবার্তায় এই অনুরোধ জানিয়ে বলা হয়, ‘ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফের চত্বরে অলস সময় কাটানো বা ঘুমানো এই স্থানটির পবিত্রতা ও শৃঙ্খলা পরিপন্থী। অতএব হে আল্লাহর অতিথিগন (ওমরাহযাত্রীবৃন্দ), আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কাবা চত্বরের করিডোর, প্রার্থনাকক্ষ, হাঁটার পথ এবং শারীরিকভাবে চলাচলে অক্ষমদের জন্য তৈরি করা গাড়িগুলোর ওপর অলস সময় কাটানো এবং নিদ্রা থেকে বিরত থাকবেন।’

এর আগে কাবা শরিফে ভিড় করে দাঁড়িয়ে থাকা এবং ঠেলাঠেলি করতে মুসল্লিদের নিষেধ করেছিল হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

চলতি ২০২৩ সালের হজ মৌসুমে হজ আদায় করেছেন ১ কোটি ৮০ লাখ দেশি-বিদেশি হজযাত্রী। করোনা মহামারির ধাক্কা কেটে যাওয়ার পর এই প্রথম এত সংখ্যক মানুষ হজ আদায় করেছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

হজ শেষে জুলাই থেকে শুরু হয়েছে ওমরাহ মৌসুম, থাকবে আরও অন্তত ১০ মাস। এই মৌসুমে অন্তত ১ কোটি দেশি-বিদেশি মুসল্লি ওমরাহ করবেন বলে আশা করছে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button