বগুড়াসারাবাংলা

আদমদীঘিতে বঙ্গমাতা জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলার আদম দীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ সকাল দশ ঘটিকার সময় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

আজ (৮ আগস্ট) মঙ্গলবার সকাল দশ ঘটিকার সময় উপজেলা চত্ত্বরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এঁর অস্থায়ী প্রতিকৃতিত্বে মাল্যদান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদারের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে সংগ্রাম ও স্বাধীনতার প্রেরণায় বঙ্গ মাতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম চাপা, আ’লীগ নেতা নাজিমুল হুদা খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দিন খানসহ আরো অনেকে। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কর্মক্ষম অসহায়, অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরিশেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর রুহের মাগফিরাত কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button